ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Saturday, November 21, 2020

তবুও শুভ নববর্ষ ১৪২৭!

।।বাবলী হক।।
চৈত্র শেষে লাল পাড় সাদা শাড়ি পরে, বেলিফুল জড়িয়ে এ শহরে বৈশাখ আসত। ইলিশ পান্তা আর ছায়ানটের গানে রমনা বটমূলে শহর জেগে উঠত...
আজ মনে হচ্ছে এসব কিংবদন্তির কথা!

প্রিয় মানুষের মুখগুলো দূরে দূরে–কতদিন দেখি না। আর কতদিন নির্জীবিত থাকবে আমার এই কোলাহলমুখর শহর!আইইডিসিআর এর রিপোর্ট শুনে শুনে চোখ-কান ক্লান্ত। হাত ধুয়ে ধুয়ে হাতের রেখা বিলুপ্ত। মানুষ ঝিমায়। বাড়িঘর ঘুমায়।
এখন শুধু মাঝে মাঝে শহর জেগে ওঠে অ্যাম্বুলেন্স আর ত্রাণ ট্রাকের ত্রাহি চিৎকারে।
তবুও বসন্ত। কোকিল ডাকছে।ছাদের আকাশটিকে মনে হয়...দূরপাল্লার যাত্রী।গাছে গাছে নতুন সবুজ পাতারা কেঁপে ওঠে কিছু নৈমিত্তিক শব্দে–লক ডাউন, কোয়ারেন্টাইন, কোভিড-১৯। মানুষ সাল তারিখের অঙ্ক ভুলে এখন নতুন অঙ্ক কষতে শিখেছে।মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। আক্রান্ত ১৮ লক্ষেরও বেশি ...লকডাউন ২১ দিন। আরও বাড়বে।

কী হবে জেনে করোনার উৎপত্তি বাদুড় নাকি ইঁদুর! বিদেশ ফেরত ১৪ দিন নাকি ২১ দিন গৃহবন্দি! শ্বাস কষ্ট বেড়ে যায়...গলা ব্যথা পেট ব্যথা কাশি তীব্র জ্বর নিয়ে ঘরে নিঃসঙ্গ মানুষ! উজাড় হয়ে যাচ্ছে মৃত্যুর মিছিলে ইতালি, স্পেন, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইরান, সৌদি আরব... আরও ২০০ নাম। এক অদৃশ্য যুদ্ধে লাশগুলি আইসোলেশনে চলে যাচ্ছে৷ কবর লুকিয়ে ফেলছে তাদের চটজলদি। পিপিই, গ্লাভস, মাস্ক, সেনেটাইজারের বাজার রমরমা!

অনেক গুজব আজব রটে আশেপাশে। একটা তথ্যে চোখ আটক গেল ... চার সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে করোনা ভাইরাস, দাবি চীনা বৈজ্ঞানিকের। বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই এমন খবরে! ভালো বোধ করি এমন সহমর্মিতায় রাস্তায় এক ট্রাক সবজি ঢেলে চলে গেছে। সবাই যে যার মতো করে নিয়ে যাচ্ছে। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত, সবার জন্য খোলা এই পণ্য!

বাবলী হক
১৩/০৪/২০
ঢাকা