ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Tuesday, October 25, 2022

তৃণা রাব্বানি : নাম ধরে সরাসরি

।।কাষ্ঠের পুতুলি বনাম সিসিমপুর।।

।।হলেভেল, বলেভেল ফিল্ম মেকার!

।।বাঘ ও ব্যালেরিনা।।সাইবার মরিয়ম।।

।।রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, সত্যজিতদের ক্যারেকটারাইজেশানে সমকালীন শিল্পীদের দুর্বলতা কোথায়?।।

কাষ্ঠের পুতুলি বনাম সিসিমপুর

“কাষ্ঠের পুতু্লি যেনো কুহকে নাচায়।''**
সিসিমপুরের পুতুলা বাংলার পুতু্লিদের খায়।
এশিয়াটিক মার্কেটিং সিসিমপুরকে বঙ্গদেশে গড়ায়।
থিয়েটার ফেডারেশনে বসে
এশিয়াটিক মালিক সারা যাকের, ইরেশ যাকের
থিয়েটার কর্মিদের দিয়ে মার্কিনী সিসিমপুর চালায়।

থিয়েটার কর্মিরা কিন্তু কাষ্ঠের পুতুলা নয়,
জলজ্যান্ত, আস্ত, গোটাসোটা মানুষ, মানুষী।
তারা গরিব, তবে চা শ্রমিকের মত গরিব নয়।
চা বাগানটাও থিয়েটার, মঞ্চে য্যমন সবাই ছদ্মবেশী।

মুস্তফা মনোয়ার এলেন,
ধন মিয়ার 'রয়েল বীণা পুতুল নাচ’
ঘুরায়ে ঘুরায়ে দেখালেন।
কিন্তু সিসিমপুরিদের কোপানলে পড়লেন।

ধন মিয়ার পকেটে নাই ধন।
মেলা আর যাত্রা উজাড় ক্রিকেট দ্যাখা মন।
সেই ক্রিকেট মাঠও চালায় এশিয়াটিক।
পেস মেকারেও চলে না পুতুলার হৃদয় টিক টিক।

সিসিমপুরিরা পরে উত্তর ভারতী নাগড়া, পাগড়ি।
পুতুলের নাচ নাই কিন্তু দোকানে রাখা শোনপাপড়ি।
চারিদিকে ইতিউতি তাকাইয়া,
সাইমন জাকারিয়া ভাইয়া মেপেসেপে কিছুটা বলেন,
তবে নাম ধাম বলেন না,
তাইলে আর ফোক গবেষক চাকুরীটা থাকবে না।

ধন মিয়া জানেন না চয়নের 'জুলেখা ট্রিলজির' খবর।
দাম্পত্যে অবশ্য সাজানো বস বেশে কে বৌ, কে বর।
বাসর থেকে খাটিয়াতে বস, বস, চোর, পুলিশ খেলা,
ঠিক দুক্ষুর বেলা এশিয়াটিকের দৈত্য, দানো মারে ঢেলা।

এশিয়াটিক রাজি, সুতরাং থাকবে হিজাব ও হিজাব ফ্রেশ।
তাহলে যাও, ঢেকে দাও পুতুলি, পুতুলাদের এলো কেশ।
আয় হায়, পুতুলাদের মাথায় তো ওগুলা পরচুলা।
সিসিমপুর যেরকম বাচ্চাদের চোখে মারে ধুলা।

কি, এতো বড় স্পর্ধা,
কি বল্লা, এই মেয়েরে পরাও এখন পর্দা।
শুনরে রক্তখোর এশিয়াটিক,
এর পর পুতলারা নাচবে বেপর্দা, বেগানা ঋত্বিক!

সিসিমপুরের দশ দিন, কাষ্ঠের পুতুলির একদিন আসে।


২৩/১০/২২

নিউজিল্যান্ড।

**চৈতন্য মহাপ্রভুর জীবনীতে আছে, “কাষ্ঠের পুতুলি যেনো কুহকে নাচায়।”


হলেভেল, বলেভেল ফিল্ম মেকার


'আমার হাচবেণ্ড অমুক, আমার ড্যাডি তমুক।
বাংলাটা আমার থিক থিকমতো পারে না।
বাংলা মিডিয়াতে পড়া হয় নি তো।
হলেভেলটা হৈসে একটু, বলেভেলটা পুরাইপুরি।'

: হলেভেল, বলেভেল ভাই বুঝলাম না।ওলেভেলের মতো?
'হ্যা হ্যা, একেবারে ওলেভেল মত পুরাইপুরি।
হলেভেলে হলিউড মুভিগুলা, বলেভেলে বলিউড।
বাংলাটা আমার থিকথাকমত পারে না।
থাই একটু টেলি সিরিজ, একটু ফিল্ম এক্টিভিজম করি।
এখন অবশ্য ফিল্ম মেকার।
চিচিমপুরেও পাবা, বিবিচিতেও পাবা।

হাম্বা, হাম্বা, হলেভেল।
হাম্বা হাম্বা, বলেভেল।'

২৮/০৯/২২
প্যারিস

বাঘ ও ব্যালেরিনা*

একদা রাত্রিবেলা এক ছোট্ট ব্যালেরিনা
রালফ লরেন ব্যালেরিনা স্কার্ট শিশির সিক্ত
এবং নীল ককটেল পোষাকে স্মার্ট কিন্তু শোকার্ত।
সকালে নাস্তার টেবিলে সে তার বাবার ভুতের মুখোমুখি।
বিকালে চিতাবাঘের লম্বা পায়ে,
ব্যালেরিনা তার ছোট্ট শরীর বড় করতে পারে।
তার পর ব্যালেরিনা
গ্রামের পথে পথে চার পায়ে গড়ানো ঝর্না কলম।

৫/০৮/২২
প্যারিস

*Text inspired by reading Choyon Khairul Habib's long Bengali verse, DhuturaFm, particularly the 3rd part, Baghinir Dhutura/Tigress Dhutura.Dhutura/Datura stramonium, known by the common names thorn apple, jimsonweed (jimson weed), devil's snare, or devil's trumpet.It is an aggressive invasive weed in temperate climates across the world. It contains tropane alkaloids which are responsible for the psychoactive effects, and may be severely toxic.

রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, সত্যজিতদের ক্যারেকটারাইজেশানে সমকালীন শিল্পীদের দুর্বলতা কোথায়?

যে আত্মবিশ্বাসের অভাবে এটা ঘটছে!

তরঙ্গ ও জুলেখা সিরাপে রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, সত্যজিৎদের নিয়ে যে উদ্দীপনা, তা এক অর্থে আমাদের ধ্রুপদ ভিত্তির প্রতি আগ্রহ তুলে ধরছে।।রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, সত্যজিৎ নামক মিষ্টান্নগুলোর ভাগ আমরা সবাই চাই, কিন্তু এই মিষ্টান্ন রসজ্ঞতায় পৌছাতে এদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।সমকালীন বিশ্বায়নে এদের অবগাহনের ডেয়ারিং ভুলে গেলে চলবে না।

৮/৬/২২
প্যারিস

সাইবার মরিয়ম

বিবাহিতা নারী বা বিবাহিত পুরুষ হয়ে
প্রেম করতে বিবাহ লুকানোর দরকার নাই।
বিবাহিত অবস্থায় সহি প্রেমকে
নান্দনিকভাবে পরকীয়া বলা হয়।

কেউ কেউ অধিকতর নান্দনিকভাবে
পরকীয়াকে আপনকীয়া বলে আদর করে।
হেটেরোসেক্সুয়াল বাঙালি বিবাহ বসলে
পুরুষদের স্পষ্ট জেন্ডারে বলে বিবাহিত,
নারীদের স্পষ্ট জেন্ডারে বলে বিবাহিতা।

কিন্তু সেই একই হেটেরোসেক্সুয়াল বাঙালি
অন্যান্য নারীবোধক পেশাগত শব্দগুলো
হঠাতে মরিয়া হয়ে গেছে
এবং নারীগন তাতে সহায়তা করছে।

লেখিকা, গায়িকা, অধ্যাপিকা, সঞ্চালিকা উধাও।
সব নারীবোধক শব্দগুলো বাদ দিলে
বাংলা ভাষাতে কেবল থাকবে বিবাহিতা নারী
এবং ভাষাটি একটি ক্লীব ভাষাতে পরিণত হবে।
শব্দ সঙ্খ্যাও অনেক কমে যাবে।

ভগিনিগন, সাইবার প্রেমের সময়
জন্ম নিরোধক ব্যাবহার করবেন।
না হলে সাইবার মরিয়মের মত
অনেক যিশু পয়দা করতে থাকবেন।

ভ্রাতাগনের জন্য
আমার কোন পরামর্শ নাই।
ওনারা নসিহতের ঊর্ধ্বে
জন্মগুনে বেহেশতের জায়গিরদার!

২৯/০৪/২২
প্যারিস

Photography : Ron McKinney