ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Friday, April 16, 2021

সম্পাদকীয় : বাঙালি দেহগুলো গেলো কোথায়?

 ।।তৃণা রাব্বানি।।

বাঙালি কিশোরি সার্ফার, কক্সবাজার, বাংলাদেশ।ছবি, ভেনেসা রুড।

বাংলাদেশের ঘাটে, মাঠে, পথে, সৈকতে, জঙ্গলে মানব দেহের মেলা।কিন্তু বাঙালি মানব, মানবীর দেহ বাঙ্গালি ক্যানভাসেও নাই, ফটোগ্রাফিতেও নাই।কোথাও কি নাই?কোভিডে যা আক্রান্ত হলো তাও দেহ, কোভিড থেকে যা বাঁচবে তাও দেহ।বেহুলা, লখিন্দর, রাধা কৃষ্ণ, লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট আলিঙ্গন, চুম্বন, আকুতি, আর্তনাদ যা করেছে তার সবই দৈহিক।এসব চরিত্র,গাছের গায়ে ঠোট ঘসে প্রতীকী চুম্বন সারে নাই।

সত্যজিৎ রায়ের খেরোর খাতা

।।পিয়া ব্যানার্জী।।শুভেন্দু দাশমুন্সী।।ফারহানা সুফি।।নাসরিন জয়া হক।।

বাবার খেরোর খাতা

সত্যজিৎ রায় একবার আকাশবাণী কলকাতায় তাঁর একটি ইন্টারভিউতে বলেছিলেন, কিভাবে তিনি বাবাকে চিনেছিলেন। তিনি বলেছিলেন, "আমার বয়স তখন আড়াই। যখন বাবা আমাকে ছেড়ে চলে যায়। আমার জন্মের পর থেকেই বাবা প্রায় অসুস্থ হতেন। আড়াই বছর বয়সে তাঁর কোনও স্মৃতি আমার মনে থাকার কথা নয়। তবুও জানি না কেন ওই বয়সের দু'টি স্মৃতি আমার আজও মনে আছে।

বাংলা ছবিতে প্রিয় মেয়েদের চরিত্র

।জিনাত নেসার জামান।।

পৃথিবী জয় করার মতো প্রতিভাবান মেয়েদের নিয়ে চিন্তা একটু কম, তাদের দমিয়ে রাখা সম্ভব না, কষ্ট করে হোক আর সহজেই হোক- তারা জয়ী হবে।

আমার দেহ, আমার কথা ১

।।তরঙ্গ  ভার্চুয়াল একক চিত্র প্রদর্শনী।।
।।তামজিদ নওরিন পূর্ণি।।

রক্তজবার স্মৃতিকথা ১

''আমার দেহ, আমার কথা'' শিরোনামে তরঙ্গ তরুণ শিল্পী  কিউরেটরিয়াল প্রকল্পের যাত্রা শুরু হলো তামজিদ নওরিন পূর্ণির একক ভার্চুয়াল প্রদর্শনীর মাধ্যমে। একজন তরুণ, সম্ভাবনাময় শিল্পী যে তার নিজের কথা বলতে চাইছে নিজের ভঙ্গিতে, ভেঙ্গে বেরিয়ে আসতে চাইছে গতানুগতিকতা থেকে, তরঙ্গের পক্ষ থেকে আমরা তার সাথে কথোপকথন শুরু করি এবং একটা জায়গাতে পারস্পরিকভাবে পৌছাতে চেষ্টা করি। তারই ফলশ্রুতি এই ভার্চুয়াল প্রদর্শনী। তরংগ, সম্পাদক

অপরাহ্নের ডায়েরি : নভেলা

।।ফারহিন চৌধুরী।।


পর্ব 

গতকাল বেশ বায়না করে বাসার সবচেয়ে সুন্দর রুমটা দখল করেছে। পুরনো রুম থেকে নাকি জানালা দিয়ে আকাশ দেখা যায়না। রাতের বেলা ঘুমানোর সময় শুটিং স্টার দেখে না বলে তার নাকি ইচ্ছে পূরণ হয়না। জানালা নেই বলে পাশের বাসার টুনটুনি পাখির সাথে গল্প করতে পারে না। তার জানালায় অপরাজিতা কেন থাকবে না সেই চিন্তায় দশবার হল ফুলের দোকানে ফোন করে অপরাজিতার ছোট্ট একটা চারা কিনেছে।

বকুল কথা : এপিক কবিতা

।।দিলরুবা পাপিয়া।।


বকুল কথা ১

তুমি হইলা দুধের মতো ফকফইক্কা
সাদা দিলের একখান মানুষ।

আইজও কী আসবা না?
তোমারে না দেইখা এই
আন্ধার কবরে থাকবার পারি না!
কেমন ডর ডর লাগে।

যৌন টুকরা, মৃত্যু এবং সবজিমুখর কবিতাগুচ্ছ

।।অমিতাভ পাল।।


লাশবাহী গাড়ি
এসি গাড়ির ঠাণ্ডা হাওয়ায় স্নিগ্ধ হতে হতে
অফিসের দিকে যাচ্ছে ফ্যাকাশে চেহারার কর্মকর্তার দল
তাদের চোখ মোবাইলে
মনে লাভক্ষতির হিসাব
গাড়ির বাইরের পৃথিবীর সাথে তাদের কোন
সম্পর্কই আর নাই

চাঁদনি এঁকেছে খরগোস : এপিক কবিতা

।।চয়ন খায়রুল হাবিব।।

১ :  খরগোস এলো চিলেকোঠায় 

'চাঁদনি, তুমি যা ভালোবাসো তার অবয়ব আঁকো।
তুমি কি ভালোবাসো?' সুধালো অমিত।
চাঁদনি, আমি খরগোস ভালোবাসি।
অমিত, তাহলে একটা খরগোস কিনে ফেলো, খরগোসটাকে পালো।

আদিকথনে বর্ষবরণ : ফুল বিজু ও শজিবু চৈরাউবা

।।এ.কে.শেরাম।।নকু চাকমা।।খাইদেম সিথি।।


বৈশাখে নতুন বছরের আগমন আদিবাসীরা বেশ বড়ভাবে উদযাপন করে। চাকমারা বলে বিজু, ত্রিপুরা ভাষায় বৈসু, মনিপুরী ভাষায় বলা হয় শজিবু চৈরাউবা। নতুন বছরের আগমনে অশুভ গিয়ে শুভ বয়ে আসুক সবার জীবনে।

কবি আবিদ আজাদ ও ঘাসের দুর্ঘটনা!

 ।।স্বরুপ সোহরাওয়ার্দী।।

প্রথম কবিতা সংগ্রহে যে লেখক নিজের কাব্য ভাষা বা সিগনেচার টিউন তৈরি করে ফেলতে পারেন এবং আগের ধারা থেকে বেরিয়ে নিজের স্বাতন্ত্র্য দৃষ্টিকোণ সংহত করতে পারেন তাকে আমরা বলবো মেজর পোয়েট। একটা সময়ে বেশ কয়েকজন মেজর পোয়েট থাকতে পারে আগের পরের দশক মিলিয়ে। আবিদ আজাদ নিঃসন্দেহে মেজর পোয়েট। যে শর্তগুলোর কথা লিখেছি তার প্রথম কবিতা সংগ্রহ 'ঘাসের ঘটনা'য় তা তিনি অর্জন করেছিলেন।ক্যানন বা ক্যানোনিকাল তখন বলা যাবে, তখন যখন একজনের ভঙ্গিকে পরে অনুসরণ করা হয়, অনুসরণ করেও পরের জন নিজের স্বাতন্ত্র্য অর্জন করতে পারেন।

বিয়োন্সের বিপদজনক লেবুর শরবত

।।বিয়োন্সে।।তৃণা রাব্বানি।।

বিধিবদ্ধ সতর্কিকরণ : বিশ্বখ্যাত গায়িকা বিয়োন্সের লেমনেড গানের এলবামে অশ্লীল ভাষা ব্যাবহার করা হয়েছে।Don't Hurt Yoursef গানটি ব্যাতিক্রম নয়।বাংলা অনুবাদে অশ্লীলতা বজায় রাখা হয়েছে। সম্পাদক।


নিজেরে ব্যাথা দিশনারে , ব্যাথা দিশনা!

তুই আমারে চোদনার কি ভাবোশ?
রিসোর্টে ভেরেন্ডা ভাজা
গড়পড়তা চাঁদাবাজ ফাউলের সাথে
আমি বিয়া বসি নাই।

শিক্ষা-বর্ণবাদ এবং হাইব্রিড বৈষম্য

।।নাসরিন-জয়া হক।।

মাদ্রাসা, ক্যাডেট কলেজ, শিক্ষা-বর্ণবাদ এবং হাইব্রিড বৈষম্য!

চিত্র নির্মাতা তারেক মাসুদ, ভাস্কর মৃণাল হক, নাট্য নির্দেশক জামিল আহমেদ, জেলে নিহত লেখক মোশতাক আহমেদ, পুড়ে নিহত নুসরাত রাফির শৈশব শিক্ষার পটভূমি!
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু শিক্ষালয়
মাদ্রাসা ও ক্যাডেট কলেজ শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখি দুটোই বানানো হয়েছে শিশুদের মানস গঠনের চেয়ে মানস নিয়ন্ত্রণের লক্ষ্যে।ক্যাডেট কলেজগুলোকে চালানো হয় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায়, মাদ্রাসাগুলোকে চালানো হয় ধর্মিও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়। ক্যাডেট কলেজগুলোকে অর্থায়ন করা হয় জনগণের করের টাকায় বিপুল ভুর্তুকি দিয়ে, মাদ্রাসাগুলো চলে জনগণের চাঁদায়। দুটো ব্যবস্থাকে কৌশলে জন প্রতিনিধিদের কাছে জবাবদিহিতার বাইরে রাখা হয়েছে।

মাইকেলের দাঁতন, ইস্কান্দারের নুবা ও শর্মিলার ট্যাগোর!

 ।।স্বরুপ সোহরাওয়ার্দী।।

আলেকজান্ডারকে এশিয়ার কোথাও বলা হয় সিকান্দার, কোথাও ইস্কান্দার।মিশরে তৈরি হয়েছে আলেকজান্দ্রিয়া, ভারতের তেলেঙ্গানায় আছে সিকান্দ্রাবাদ, যার নামকরণ হায়দ্রাবাদের নিজাম সিকান্দার ঝাঁর নামে।তেলেঙ্গানার লোকজন এখন অনেকেই জানে না কে আলেকজান্ডার, কে সিকান্দার ঝাঁ।যিশুকে পশ্চিমে জেসাস, মধ্যপ্রাচ্যে ঈসা, অর্থোডক্সেরা ডাকে যশুয়া।হিব্রু সলোমন হয়ে গেছে সুলেমান, সোলেমান, সোলাইমান।বাইবেলের পটিফারের স্ত্রী কখনো জোলেইখা, কখনো জুলেখা!

দুই নারী : দুই প্রান্তের কবিতাগুচ্ছ

।।জুবাইদা আহমেদ।।কাকলী সরকার।।

ক্ষ্যাপা কাব্য

জানিসতো তুই ভিষনরকম
ছন্নছাড়া এ মন আমার,
সবকিছুতেই বেখেয়ালি
বেসামাল টালমাটাল!

Thursday, April 15, 2021

সিরিয়ার চিঠি ১ : ধ্বংসস্তুপে প্রেমের ছবি

।।ডিমা নাশাউই।।

প্রথম দেখায় ডিমা নাচাউই-র ছবিগুলো দেখলে মনে হবে এ ছবি পৃথিবীর যে কোনও প্রান্তেরই ভালোবাসার ছবি হতে পারে। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, না - এ ছবিতে সম্পূর্ণ অন্য গল্পও আছে। সে গল্প বিমান হামলার, সে গল্প আঘাতের, এবং মৃত্যুর। আসলে এ ছবি হল সিরিয়ার ইস্টার্ন ঘৌটা অঞ্চলে সত্যিকারের মানুষ কীভাবে বেঁচে আছে - এবং ভালও বাসছে - তারই।

Tuesday, April 13, 2021

সিরিয়ার চিঠি ২।। বিলকিস ও অন্যান্য কবিতা।।

।।নিজার কাবানি।।খায়রুল আলম চৌধুরী।।

বিলকিস ও নিজার কোবানি

নিজার কাবানির কবিতা

ভূমিকা ও  অনুবাদ: খায়রুল আলম চৌধুরী

প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২২ শালে আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে অটোমান সাম্রাজ্যের এবং কয়েকটি অঞ্চলে বিভক্ত হয়ে জাতিপুঞ্জের তত্বাবধানে ফ্রান্সের সরাসরি উপনিবেশে পরিণত হয়ে আধুনিক ইতিহাসে নতুন দেশ হিশেবে শুরু হয় পরাধীন সিরিয়ার যাত্রা। ঠিক এক বছর পর, ১৯২৩ শালের ২১ মার্চ দামেস্কের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন আধুনিক সিরিয়ার সবচেয়ে জনপ্রিয় কবি নিজার কাবানি।

বন্দী বায়োরোবট

।।অমিতাভ পাল।।

একবিংশ শতাব্দীতে তো চায়ের দোকানের আড্ডায় মার্কসিজম, জিনোলজি- এইসব নিয়া আলোচনা হওয়ার কথা। এইসব জ্ঞানতো এক দেড়শ বছরের পুরানো। অন্তত এখনতো এদের চায়ের দোকান পর্যন্ত পৌঁছানো উচিৎ এবং আলোচনা হতে হতে বহুবার পড়া একটা বইয়ের মতো এবড়ো থেবড়ো হয়ে যাওয়া উচিৎ। অথচ হচ্ছে না। আজকের সময়ে বসে থাকা আমরা কি তাহলে আরো পুরানো?