ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Saturday, June 5, 2021

বৈবাহিক বানরকুল এবং বিবর্তনের ডুগডুগি

।।তৃণা রাব্বানি।।লুৎফর রহমান বাবু।।


সনাতন কি?

হেটেরোনর্ম্যাটিভ ডুগডুগি বাজানো কনভেনশনাল ম্যারিডেরা মানবিক বিবর্তনে কিভাবে বাধা দেয়?
হেটেরোনর্ম্যাটিভ, আর কনভেনশনাল ম্যারিড নারী, পুরুষ কি আসলে চাইলেও লিবারাল/উদারনৈতিক, নারীবাদী, সমাজতন্ত্রী, বিপ্লবী এসব হতে পারে?এরাতো ঘুরে ফিরে যা করে তার পুরোটাই স্বামী, স্ত্রী, সন্তানের জন্য করে।স্বামী, স্ত্রী, সন্তানের বাইরে যেটুকু করে সেটাও স্বামী, স্ত্রী, সন্তানের প্রতিক্রিয়া থেকে করে।

রবীন্দ্র দর্পণে সামরিক শাসন

জালিয়ানওয়ালাবাগ থেকে রাশিয়ার চিঠি

।।লুবনা ইয়াসমিন।।

জালিয়ানওয়ালা বাগ গনহত্যা স্মৃতিসৌধ।অমৃতসর।

সাহিত্যের নন্দন বনাম বুলেটের বণ্টন : 
রাজ শাসনের শেষ পর্যায়ে ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন এলাকায় সামরিক শাসন জারি করেছিল।জালিয়ানওয়ালা বাগে জেনারেল ডায়ারের আদেশে নিরস্ত্র জনতার সমাবেশে গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন। তাশের দেশ রূপকধর্মী হলেও, এ নাটকেও রবীন্দ্রনাথের ছাচে ফেলা গা জওয়ারি শিক্ষা বা রেজিমেন্টেশান বিরোধিতা প্রকাশ পেয়েছে,

রবীন্দ্র বিচিত্রা

।।গগন হরকরা।।ফারজানা আফরিন।।বাবলী হক।।লুবনা ইয়াসমিন।।
।।তামজিদ নওরিন পূর্ণি।।তাপস বন্দোপাধ্যায়।।সুধীর চক্রবর্তি।।
।।কিশোর কুমার।।অমর পাল।।কামাল আহমেদ।। 


গগন হরকরার খোজে!

ফারজানা আফরিন

আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে ........রবীন্দ্রনাথ জাতীয় সংগীত রচনা করেছিলেন, বাংলাদেশের বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধি বনিতা যারা একবার হলেও আমার সোনার বাংলা গেয়েছেন তারা জানেন আমাদের জাতীয় সংগিতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু অধিকাংশ মানুষই জানেনা যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কুষ্টিয়ার বাউল শিল্পী গগণ হরকরার এর আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে এর সুরের অবলম্বনে লিখেছিলেন।

আগুন পাখি, কবিতা সিরিজ

।।নভেরা হোসেন।।


.

তোমার জানালায় কৃকলাস ম্রিয়মাণ

জলপাই গাছ, সকালের রোদ, শিশুর চিৎকার

ছিঁড়ে ফেলছে কুয়াশাচ্ছন্ন রাতের পৃথিবীকে,

তিন ঢাকাইয়ার কাসিদা

শামসুর রাহমান, লাকি আখন্দের সাথে  বিদায় সাক্ষাৎ

।।চয়ন খায়রুল হাবিব।।

বাম থেকে, লাকি আখন্দ, শামসুর রাহমান, চয়ন খায়রুল হাবিব।শ্যামলি, ১৯৯৩।

কৈশোরের ঢাকা নিয়ে শামসুর রাহমানের স্মৃতিকথার শিরোনাম ছিলো স্মৃতির শহর।একই শিরোনামের একটি দীর্ঘ কবিতা নিয়ে পরে সুনীল গাঙ্গুলির একটি বই বেরিয়েছিল।সে হিশেবে ঢাকা নিয়ে নব্বই দশকের এ স্মৃতিচারণের শিরোনাম হতে পারে 'স্মৃতির শহর ৩'।আবার যাদের নিয়ে এই কথন, তাদের সবাই আজন্ম ঢাকার বাসিন্দা হওয়াতে এই লেখার নাম হতে পারে 'তিন কুট্টির কাসিদা'!

পথে যেতে যেতে

।।জাহিদ মুস্তফা।।

চারুকলা শাহনেওয়াজ হল ভবন।ঢাকা, ১৯৯০।
নিজেকে নিয়ে কিছু লেখার মতো বিশেষ কেউ আমি নই। তবে যে সময় ধরে আমরা বেড়ে ওঠেছি সেটি গুরুত্বপূর্ণ। সে সময়ের অন্যরকম মাদকতাও আছে! চাইছি- আমাদের সময়টাতে যা দেখেছি, শুনেছি তার ইতিহাসটা বিশ্বস্ততার সংগে মেলে ধরতে।

শাড়ি ভেঙ্গেছে লিঙ্গের সীমানা

।।নাসরিন জয়া হক।।শর্মিলা নায়ার।।জিনাত নেসার জামান।।

।।আবদুল্লাহ আবু সাইয়ীদ।।চয়ন খায়রুল হাবিব।।  


ট্রান্সজেন্ডার শাড়ি মডেল মায়া মেনন

পোশাক শিল্পের অন্যতমো বৃহত্তমো রপ্তানীকারক দেশ বাংলাদেশে পোষাকের বৈচিত্র দিন দিন কমছে।শাড়ি উৎপত্তির ইতিহাস খুব একটা স্পষ্ট নয়। শাড়ি ধারণাটির উৎপত্তি সেলাইবিহীন বস্ত্রখণ্ড থেকে।

মারাম আল-মাসরির কবিতা

।।খায়রুল আলম চৌধুরী।।

মারাম আল-মাসরি

একটা পুরো বই কিংবা নিবন্ধ পড়ে আমরা যা জানতে পারি, অনেক সময় একটা কবিতা তারচেয়েও বেশি সত্য আমাদের সামনে তুলে ধরতে পারে। কবিতার শক্তি এমনই। প্যরিস প্রবাসী সিরিয় কবি মারাম আল-মাসরির কবিতাও তেমনি অনেক বেশি সরাসরি এবং খোলামেলা।

নীল দেখা মাত্র দুই নারী বদ্ধ উন্মাদ হয়ে গেলো!

।।তৃণা রাব্বানি।।


এরকম চলতে থাকলে আকাশ দেখা মাত্র মেয়েরা ক্ষেপে যাবে।
আকাশ, সমুদ্র কত ভয়ঙ্কর বলে মায়েরা শিশুদের ঘুম পাড়াবে।

কবিতাগুচ্ছ ও অপেরা পাঠ

।।পারভিন পারু।।


ঝি ঝি
ঝি ঝি পোকার ঝি ঝি ডাক শুনে ঘুমাও হে ক্লান্ত আত্ত্বা
অমাবস্যার ঝি ঝি কি অফুরান শান্তিদূত তোমার ক্লান্তিকর পেরেশিনির চিলেকোঠায়

কবিতাগুচ্ছ

।।মুন্নী ইয়াসমিন।।

আকাশ ও শঙ্খচিল

নির্বোধ শূন্যতা কষ্টের দিগন্তে হাসে নিজস্ব নিয়মে, যেন পানকৌড়ি মুখ তোলে আর ডুবে যায় জলে।

তরংগ : প্রচ্ছদ সমাচার

হেমন্ত কভার, ষষ্ঠ প্রচ্ছদ ২০২২, অক্টোবার।

শে : কাজল শাহনেওয়াজের প্রথম উপন্যাস

।।চয়ন খায়রুল হাবিব।।নাসরিন-জয়া হক।।তৃণা রাব্বানি।।কনক রহমান।। 

'শে' উপন্যাসের টোল এবং দিঘলী গ্রামের উপকথা

কাজল শাহনেওয়াজ অনেক বছর ধরে উপন্যাস লিখতে চাইছিলেন।অতিমারির ফুরসুতে লিখে ফেললেন, অতিমারির বই মেলাতে প্রকাশ করলেন।নিশ্চয়ই খুশি।

মুনিয়ার আত্মহত্যা : কাঠগড়ায় হুমায়ুন আহমেদ

।।লুবনা ইয়াসমিন।।

আসলে কি মেহের আফরোজ শাওন, মোসারাত জাহান মুনিয়া, আমিনা তাইয়েবাদের জীবনে কোনো পার্থক্য আছে?কিম্বা লেখক হুমায়ুন আহমেদ, বিপুল বিত্তের অধিকারী সায়েম সোবহান আনভীর, ধর্ম ব্যাবসায়ী মামুনুল হকদের গুনগত পার্থক্য আছে কি না?

জিম

।।অমিতাভ পাল।।

লোকটাকে খুব ভয় পাচ্ছে মেয়েটা। যেরকম দশাসই চেহারা, সারা শরীরে কিলবিল করছে পেশী- দেখলেই মনে হয় টিপে মেরে ফেলতে পারবে যেকোন মানুষকে। আর চোখগুলিও- তীক্ষ্ণ, কৌতুহলী, বাইরের কাউকে পোশাকের মতো খুলে ফেলে ভিতরের আমিটাকে নগ্ন করে ফেলা যেন কিছুই না তাদের জন্য।

আনমনার না পাওয়ার গল্প

।।কাকলী সরকার।।


জীবনটাকে খুব সুন্দর স্বচ্ছ ভাবে কাটিয়ে নিয়ে চলছিলাম। হটাৎ রাস্তার সামনে এসে কেউ হাটাহাটি করছিল।কিছু বুঝে উঠার আগেই হাতটি ধরে নিল।বাঙালী বোলে কথা, এই হাত কি আর ছাড়ানো যায়।

মালাকুল মউত

।।মাহবুব শাহরিয়ার।।

কাঠফাটা সারকাজমের মইধ্যে মাথা ফাটা কাঠঠোকরায় খুঁজে খালপাড়
হিজল গাছ
কবেই কাইটা লইছে রাজার পাইকে,
হেইচ্যা লইছে মাছ।
রাস্তার নিচে বয় খাল
গোপন সংবাদ বইয়া বইয়া যায়, তলে তলে
কত জহরতের চান্দা পকেটে
জহুরির পকেটে লাল বাত্তি ,পাবলিকে ফালায় বাল।

আরবি সাহিত্যের অনুবাদ এবং বামাতি সেন্সর!

।।তৃণা রাব্বানি।।

মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বেশি আরবি পড়তে, লিখতে, বলতে পারা অঞ্চল হচ্ছে বাংলাদেশ।কিন্তু এদেশের আরবি জানা মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা আরবি সমকালীন সাহিত্য পড়বে না, অনুবাদ করবে না বলে অঙ্গিকার করে বসে আছে।আর এদেরকে এই অঙ্গিকারে পৌঁছে দিয়েছে বামাতি একাডেমি, মিডিয়া ও প্রাইভেটে মেশানো অক্ষশক্তি।

কবিতাকলা ও ছোটগল্পের বিবাদভঞ্জন

।।অমিতাভ পাল।। নাসরিন জয়া হক।।তৃণা রাব্বানি।।

এরোপ্লেন এবং মনের ছবির সিনেমা

ছোটগল্পকে আমার মনে হয় কবিতার চেয়ে একটু মোটা এক চরিত্র। আয়তনের কারণে একটু বেশি জায়গা নেয় সে, একটু বেশি খায়, তার জামাকাপড় বানাতেও একটু বেশি কাপড় লাগে। কিন্তু একই ভাষায় কথা বলে তারা দুজনেই, একই বাচনভঙ্গি, একই এক্সপ্রেশন। ছোটগল্প আর কবিতাকে দুই ভাইও বলা যায়, একজন হয়তো ক্যাডেট কলেজে পড়ে, আরেকজন পাড়ার স্কুলে। একই অনুপরমাণু দিয়ে তৈরি জগতের সামনে তারা দাঁড়ায়, একই আকাশের তলে। কেবল অনুপরমাণুর বিচিত্র আকৃতি গঠনের যে অদ্ভূত ক্ষমতা, সেই ক্ষমতায় তৈরি বিভিন্ন জগতের ছবি আঁকে তারা।

রবীন্দ্র নায়িকাদের মনন ও সাজসজ্জা

।।বাবলী হক।।

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সর্বতোমুখী, তার ব্যাপ্তি অন্তহীন এবং পরিপূর্ণ। রবীন্দ্রনাথকে নিয়ে বলা শুরু করলে বলতে হয়–বলা আমার ফুরাবে না। আজ শুধুমাত্র তাঁর সর্বাধিক আলোচিত চারটি উপন্যাসের নারী চরিত্রের মনন ও তৎকালীন সাজসজ্জা নিয়ে কথা বলব।