ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Saturday, June 5, 2021

নীল দেখা মাত্র দুই নারী বদ্ধ উন্মাদ হয়ে গেলো!

।।তৃণা রাব্বানি।।


এরকম চলতে থাকলে আকাশ দেখা মাত্র মেয়েরা ক্ষেপে যাবে।
আকাশ, সমুদ্র কত ভয়ঙ্কর বলে মায়েরা শিশুদের ঘুম পাড়াবে।

নীল এখন খুন, কিডন্যাপ, গুম, নির্যাতনের প্রতীক।
কারণ, বাংলাদেশে সরকারের পোশাকের রং নীল।
কিছু দিনের ভেতর একজন নারী চিকিৎসক, একজন নারী সাংবাদিক
ঢাকাতে নীল পুলিশ দেখা মাত্র নার্ভাস ব্রেকডাউনের শিকার হলো।
ম্যাজিস্ট্রেট নীল, সচিব নীল, সাংসদ নীল, ইমিগ্রেশান নীল,
প্রদীপ নীল, সাইফুজ্জামান শিখর নীল, হেফাজত নীল,
সরকারের কে নীল রং নয়, তা এখন আর পুলিশও জানে না।

পিকাসোর নীল চিকিৎসকেরা জানে নাই।
মাতিসের নীল নগ্নতা বিচারকেরা দেখে নাই।
লাকি আখন্দের 'এই নীল মণিহার'পুলিশেরা শোনে নাই।
চয়ন খায়রুলের নীল সনেট সাংবাদিকেরা পড়ে নাই।
কাজল শাহনেওয়াজ নারীর সর্বনাম করেছে শে,
কিন্তু নারীর আকৃতি দেখেছে পুরুষ প্রকৃতির ছায়ায়।
কনক রহমান নারীকে চায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মায়ায়।
কাননবালা জানিতে চায়,
নারী-নীলের মাত্রা কিসে বাড়ে আরে কিসেই বা তা কমায়?

এই বাংলাতে অর্ধেক মানুষ শারিয়া চায়।
ঐ বাংলাতে অর্ধেক মানুষ বিজেপিকে ভালো পায়।
দুই বাংলাতে পুরুষেরা মহিলা পুলিশ দিয়ে
মহিলাদের মান্ধাতার খোঁয়াড়ে বেধে রাখতে চায়।

মহিলাদের সময় কাটে সস্তা শ্রমের হাটে,
কখনো তাদের নারী বলা হয় সরকারি পুথি পাঠে।
পতিতাকে বলা হয় সেক্স ওয়ার্কার।
জনতার সনদ চুরি করে দৃক পাঠশালা পগারপার।

মেয়েরা কেউ মেয়েদের শরীর আঁকে না।
নিজের শরীরকেও বাঙালি মেয়েরা চিনে না।
আরেক মেয়েকে ভালোবাসার প্রকাশ কবিরা গুনা।
পুলিশি নীলের দুঃস্বপ্নে সে এখন নীল ছবির আলপনা।

এরকম কিন্তু হবার কথা ছিল না।
আকাশ, সমুদ্রকে মানুষের ভয় পাবার কথা না।
পুলিশের নীল তাহলে কি আসল নীল না?
নীলের ছদ্মবেশে ঐগুলা কি যান্ত্রিক রোবটের মিছিল?
খুনকা বদলা খুন বলে
নীলের ঔরসজাত ঐশির প্রোগ্রামিংএ নারকীয় গর্মিল।

হত্যা, রাহাজানি, সম্ভ্রমহানি কোনোকিছুতে ঐগুলার বিকার নাই।
ওদের এবং ওদের নরাধম গডফাদারদের
ডিএক্টিভেট করবার ফন্দি ফিকির আমাদের জানা চাই।
নৌনীল, শিশু নীল সহ কোনো নীলে ওদের অধিকার নাই।

।।তৃণা রাব্বানি।।

Self projected cover photography.