ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Thursday, February 18, 2021

লোকটা কি তাহলে বিড়ালের অবতার!

জীবনানন্দ বিচিত্রা, ১২২ তমো জন্মদিনের শ্রদ্ধার্ঘ 

।।বিনয় মজুমদার।।চয়ন খায়রুল হাবিব।।শঙ্করলাল ভট্টাচার্য।।ক্লিন্টন  বুথ সিলি।।

।।ফারুক মঈনউদ্দীন।।লুবনা ইয়াসমিন।।নাসরিন-জয়া হক।।

জীবনানন্দ দাশ, ১৭ফেব্রুয়ারি, ১৮৯৯, ২২ অক্টোবার, ১৯৫৪

ধূসর জীবনানন্দ

ধূসর জীবনানন্দ, তোমার প্রথম বিস্ফোরণে
কতিপয় চিল শুধু বলেছিল, ‘এই জন্মদিন’

Saturday, February 13, 2021

কামাসূত্রা কমিক্স ও ভালবাসা দিবসের শাম্পাইন

।।বাৎসায়ন।।ইওনা ভাউত্রা।।বেগম রোকেয়া।।

।।রবীন্দ্রনাথ ঠাকুর।।সলিল চৌধুরী।।চয়ন খায়রুল হাবিব।।

বিশ্ব বাৎসায়ন দিবস।ঢাকার ফুটপাতে ভিআইপি ভ্যালেন্টাইন দম্পতি।

কামসূত্রের লেখক বাৎসায়ন স্বয়ং বলে বসতে পারতো, ইয়োনার কমিক্সের সাথে আমার ঐতিহ্যবাহী লাগালাগির কিচ্ছাকাহিনী মেশানো কি ঠিক হলো! একটা জনরা থেকে আরেক জনরায় অনুবাদ, অবলম্বন সব ক্ষেত্রে কপিরাইট রক্ষার দরকার।কপিরাইট ছাড়া আরেকটি জায়গা  হচ্ছে 'অনুভূতিতে আঘাতে'র নামে বিগট্রির গিঠ্যু। মৌলবাদি জঙ্গিরা মামলার আগেই শিল্পীকে, প্রকাশককে জানে মেরে ফেলতে রাজি।নবিদের অনুসারীদের মতো, অনেক কবির অনুসারীও বিগট্রি-গিঠ্যুর শিকার।

বৃষ্টির পেইন্টিং ও কবিতা

।।সালমা জাকিয়া বৃষ্টি।।

পেইন্টিং, সালমা জাকিয়া বৃষ্টি

সন্ধ্যাটা কেমন আজ

অচেনা বাতাস
ঘোলাটে চারিপাশ যেন
শুন্যতার আভাস

জজ সাহেবের টেরি মাইয়া পেখম মেইলাছে!

ঢাকা শহরের গল্পগাঁথা, কবিতাকথা : 

ইয়ে কালুম্বো সাহিব কা মাকবারা, কাম্পানিকা নাউকার!

।।লুবনা ইয়াসমিন।।

নাগাফোন ঘাট, নারিন্দা, ঢাকা, ১৭৮৭।ইয়োহান ইয়োফানির আকা কলুম্বো সাহিবের স্মৃতিসৌধ ।
নাসরিন-জয়া বলেছে, তরঙ্গে লিখতে।পেটের দায়ে কাজ করছি ঢাকাতে শিল্পাঞ্চল বিকাশ নিয়ে।২০২০এ, কোভিড এর জন্য আর যাওয়া হয় নি, জুম দিয়ে সেরেছি।বেরসিক উপাত্ত, পরিসংখ্যানে ঠাসা কাজ।ফাকে ফাকে পড়ছি ঢাকা নিয়ে লেখা পুরনো বই পত্র।সেসব মিলিয়ে তরঙ্গে যা দেবো, তার শিরোনাম হবে, জজ সাহেবের টেরি মাইয়া পেখম মেইলাছে!একটু আগোছালো লেখাটিতে প্রথমবার অল্প করে লিখছি ঢাকাইয়া কুট্টি ভাষার উদ্ভব,  জার্মান নিও ক্লাসিকাল পেইন্টার ইয়োহান ইয়োফানির ১৮ শতকের ঢাকা ভ্রমনের সময় আকাআকি, কালুম্বো সাহিবের মাকবারা বা স্মৃতিসৌধ এবং রমনা পার্ক ও রমণের সম্পর্ক নিয়ে।

বিপত্নীকের পক্ষাঘাত ২ : সাইকোসেক্স থ্রিলার

।।কাননবালার দেহাবশেষ।।

।।তৃণা রাব্বানি।।

পুলিশ ইন্সপেক্টর : ভদ্রমহিলার গলার লকেটে এই ছবিটা পাওয়া গেলো।'ছবির পেছনে লেখা, 'আমার অশোক'

পুলিশ সুপার :  হুইল চেয়ারের লোকটা তাহলে অশোক মৈত্র, আর মহিলা তাহলে কানন বালা।কিন্তু কানন বালার তো মাথার চুল কালো ছিল।এই মহিলার মাথার চুল সোনালি, বব কাট।চোখের মনিও নীল।দেখতে মেরিল স্ট্রিপের মতো।

Friday, February 12, 2021

অমৃতা শের-গিল : যাপন ও যৌনতায়

।তারিরো এমজেজেওয়া।।অ্যালবার্ট অশোক।।অর্পিতা কবির।।

অমৃতা শের-গিল

অনেক সময় একজন শিল্পী, লেখককে নিয়ে ব্যাপক আলোচনার পর দেখা যায় যে আলোচক আলোচিতের মূল জায়গাটি হয় ধরতে পারে নাই, নয় এড়িয়ে গেছে। স্থানীয় সামাজিক শর্ত আত্ম-সেন্সর হয়ে বাধা হয়ে দাড়ায়। অমৃতা শের-গিলের মতো শিল্পী যে কি না সামাজিক শর্তগুলোর মানসিক, দৈহিক সীমা গুড়িয়ে দিয়ে ক্যানভাসে জায়গা করে দিয়েছে অব্যক্ত, অভূতপূর্ব নারী দেহকে, তার ক্ষেত্রে যে উপমহাদেশীয় অধ্যাপকেরা শর্তসাপেক্ষ থেকেছে তা লেখা বাহুল্য।

মনোগল্পের কিউবিজম : কবর, সেক্সোলজি এবং অন্তর্নিহিত

।।অমিতাভ পাল।।

কবর

অফিস, বাসা আর স্বার্থের পিছনে ছুটতে ছুটতে কবে যেন এমন এক জায়গায় পৌঁছে গেছি- যেখান থেকে আর কোথাও যাওয়া যায় না কেবল বাথরুম, ডাইনিং টেবিল আর বিছানা ছাড়া। আমিও আজকাল সেসব জায়গাতেই যাই আর দিনগত পাপক্ষয় করি অফিসে গিয়ে। এর ফলে এখন ফেইসবুকে কিছু আবছা সম্পর্ক ছাড়া আমার কোন বন্ধু নাই, আত্মীয়স্বজন নাই, স্বপ্ন, নাই, কল্পনা নাই, বিস্তীর্ণতা নাই।

আহমদ শরীফের সন্তান ভাবনা!

জন্মশতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য  এবং আহমদ শরীফ চেয়ারের মূল্যায়ন। 

।।বাবলী হক।।নাসরিন-জয়া হক।।

আহমদ শরীফ, ডক্টরেট উপাধি লাভ অনুষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়।
পেছনে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।

বিংশ শতাব্দীর শেষভাগে বাংলা সাহিত্য-সংস্কৃতির শিক্ষাবিদ, চিন্তাবিদ, মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক ডক্টর আহমদ শরীফ এক অসাধারণ প্রতিভা। ২০২১, ১৩ই ফেব্রুয়ারি তাঁর জন্মশতবার্ষিকী। তাঁর সম্পর্কে হুমায়ুন আজাদ বলেছিলেন, "ডক্টর আহমদ শরীফ অনন্য। এমন আর নেই, আর পাওয়া যাবে না পলিমাটির এই ছোট ব-দ্বীপে। দ্বিতীয় নেই, তৃতীয় নেই, চতুর্থ নেই তাঁর"

Thursday, February 11, 2021

আলবেয়ার কামু, প্লেগ ও অচিকিৎস সাম্প্রদায়িকতা

।।লুৎফর রহমান বাবু।।চয়ন খায়রুল হাবিব।।
কামুর 'প্লেগ' ও করোনাকালীন জার্নাল : লুৎফর রহমান বাবু আমি মনে করি, করোনার এই দুর্বিপাকের সময় পড়ার মত একটি উপযুক্ত বই আলবেয়ার কামুর ‘দি প্লেগ’। আলবেয়ার কামু অস্তিত্ববাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। সবাই জানেন অস্তিত্ববাদ মানুষের অস্তিত্বের সংকট, অস্তিত্বের বেদনা নিয়ে কথা বলে। সাহিত্যের একটি টার্ম ‘অ্যাবসার্ড’ শব্দটি কামুই প্রথম ব্যবহার করেন এবং বলেন ‘মানুষের সঙ্গে তার জীবনের আর জীবনের সঙ্গে তার পরিপার্শ্বের বিচ্ছিন্নতার অনুভূতিই ‘অ্যাবসার্ডিটি’।

তরঙ্গ টমাটো মিটার : চারটা ছোট্ট রিভিউ

।।দোবারা।।স্ট্যান্ড বাই মি।।মিউজিক টিচার।।গোন গার্ল।।

।।জিনাত নেসার জামান।।
দোবারা

বলিউডের ঝা-চকচকে মুভির ভীড়ে একটা অন্যরকম আবহের মুভি দোবারা। রোমান্টিক ক্যাটাগরির না বলে সেন্টিমেন্টাল ড্রামা বলাই সঠিক হবে বোধহয়।৬৬মিনিটের ছবিটি মুক্তি পেয়েছে ২০১৮ সালে।

দীপা হক : মগ্ন চেতনা প্রবাহের জলপ্রপাতে

।।মাসুদা কাজী।।কাজী রকিব।।
দীপা হক, ১/৭/১৯৫৩, ৪/০১/১৯৯৯

"রওশন হক দীপা। আমার প্রিয় দীপা’পা। শিল্পী দীপা হক। ওঁর সঙ্গে আমার পরিচয় হয় ১৯৮৪ সালে। পরিচয়ের প্রথম দিন থেকেই ওঁকে আমার খুব ভালো লেগে যায়।ভালো লাগার মতোই একজন মানুষ। যেমন দেখতে সুন্দর, আকর্ষণীয় এক মানুষ, তেমনি তাঁর কাজের দক্ষতাও অসাধারণ আর উন্নত মানের পরিচয় দিত।

তরঙ্গ টমাটো মিটার : স্পর্শিয়াদের ভয়ার্ত স্পর্শকাতরতা!

স্পর্শিয়াদের ভয়ার্ত স্পর্শকাতরতা কি 'তরঙ্গ টমাটো মিটারে' যেতে পারে?না কি ঠোলাদের ঠ্যাঙ্গানি মিটারে? না কি মঙ্গল গ্রহের বালসাল মিটারে?

।।লুবনা ইয়াসমিন।।

বাম থেকে, অনন্য মামুন, অর্চিতা স্পর্শিয়া, শাহিন মৃধা

পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শহীন মৃধাকে গ্রেফতার, জেলে পাঠানোর ব্যাপারে পুলিশ বলেছিল, মামুনের নবাবএলএলবির কিছু দৃশ্য তাদের সুনাম ক্ষুণ্ণ করেছে, এটা নেগেটিভ এন্টারটেইনমেন্ট, পর্নোগ্রাফি ইত্যাদি।অর্চিতা স্পর্শিয়া বলেছে, আমার আর সাকিব ভাইর কোনো দোষ নাই, আমরা আপত্তি করেছিলাম, পরিচালক শুনে নাই ব্লা ব্লা ব্লা।

রাজকুমারীর নিহত চোখের কাজল

।।মাহবুব শাহরিয়ার।।


পৃথিবীর সব ফুল এখনো ঝরে নাই, সবে শুরু। এখনো রবি শংকর আর আলি আকবর খানের যুগলবন্দী শেষ হয় নাই, চলে যাচ্ছে। শ্রুতিমধুর ডাটা থেকে নিংরে দিচ্ছে রস, বেখেয়ালে হারিয়ে যাচ্ছে শহর। একটু একটু করে সব রঙ হারানোর অপেক্ষায় কিছু মৃতপ্রায় দেয়াল কোণঠাসা,ভীত, মুমূর্ষু তবু নিজ নিজ ইতিহাসের পুথি মেলে আছে। সেই কবে পা পিছলানো কিশোরির অভিমান , এখনো পুথি তে লিখে রেখেছে সময়। কোনো কোনো দেয়ালে পেয়ারা গাছের আদর ঝুলে থাকে, নাকি নেই ! যে পেয়ারার কামড়ের ভেতরে লুকানো লাল শরীরে গাঁথা নরম বিচির সারি। কে খোজে , কে খোজে সেই সময় আরাধনার!

চিত্রকলা : মাস্টারপিস ও বডি ল্যাঙ্গুয়েজ

।।কামাল আহমেদ।।

সান্দ্রো বত্তিচেলি, ভেনাসের জন্ম

যে-কোন শাখার সৃষ্টিশীল কর্মকারীদের একটা শব্দ "মাষ্টারপিস!'' কারো কাজটি যদি অনন্য হয়---ওটা মাষ্টার পিস-এ পড়ে! কারো সারাজীবনে একটি অনন্য কাজ, অনন্য সৃষ্টি---না-ও হতে পারে! গভীর পরিকল্পনা করে, অসাধারণ সচেতনতা নিয়েও তা হয় না! "মাষ্টার পিস'' হয়ে জানান দেয় যে-- "আমি মাষ্টারপিস''!

জার্নাল : মেট্রোরেল

।।অমিতাভ পাল।।

লেয়া গ্লিকম্যান।ঢাকা, ইবাদতকারীদের ভিড় ও ট্রাফিক জ্যাম।

ঢাকার জ্যাম আর ভালো লাগে না আজকাল। সামান্য দূরত্বেও এতো এতো সময় খরচ হয়ে যায়, এতো এতো স্থবিরতা- আমার অসহ্য লাগে। হয়তো বৌদ্ধভিক্ষু হলে এই স্থবিরতাকে নির্বাণ ভেবে শান্তি পেতাম, হয়তো যেকোন সময় যেকোন জায়গায় ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলে ঘুমিয়ে পার করে দিতাম সময়ের গিঁটগুলি। কিন্তু এর কোনটাতেই নিমগ্ন হওয়া হয় না আমার ফলে মহাশূন্যযানের মধ্যে মহাশূন্যচারীর মতো আটকে থাকতে হয়।

ববিতা আপাকে শাইখ শিরাজ ভাই আমার নামে নালিশ দিয়েছে!

।।তৃণা রাব্বানি।।স্বরুপ  সোহরোওয়ার্দী।।

ববিতা ও শাইখ শিরাজ

বুঝুন অবস্থা
!জুলেখা সিরাপে, আমি ববিতা আপাকে নিয়ে ফাজলামি করেছি, এটা বলে শাইখ শিরাজ ভাই ববিতা আপাকে আমাকে ডিজিটাল সিকিউরিটিতে দিতে বলেছে।
ববিতা আপা হাসতে হাসতে বলেছে : তাই না কি, শাইখ ভাই, আপনিওতো আমার ময়না আমাকে নকল করে হাসে বলে বিজ্ঞাপন দিয়েছেন।

ফিরে দ্যাখা : শিবরাম চক্রবর্তী ও মাহমুদুল হক

।।বেলাল চৌধুরী।।

দুর্লভ ভিডিও ক্লিপে ইলাস্ট্রেটর শৈল চক্রবর্তীর সাথে শিবরাম চক্রবর্তীর আলাপ।


নিচে
বেলাল চৌধুরীর সাথে ম্যানচেস্টারে চয়ন খায়রুল হাবিবের প্রমান্য কথপোকথন, যেখানে ষাট ও সত্তর দশকের কোলকাতা ও ঢাকার লেখকদের যাপন উঠে এসেছে, সেখান থেকে শিবরাম চক্রবর্তি ও মাহমুদুল হকের অংশটুকু নেয়া হয়েছে।তরঙ্গ

রাজ্জাক দেওয়ানের গান

।।রাজ্জাক দেওয়ান।। 

কুলবিল মুমিন আরশে আল্লাহ' এইতো আল্লাহর ঠিকানা,

মসজিদ ঘরে আল্লাহ থাকে না,

ওরে, মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

মোচড়ানো সময় এবং গাছের গান

।।লুৎফর রহমান বাবু।।

 The Persistence of Memory (Spanish La persistencia de la memoria) স্মৃতির চাপাচাপি!সালভাদর দালি।

স্থানের বক্রতায় মোচড়ানো সময়

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্টারস্টেলার’চলচ্চিত্রে দেখা যায়, নায়ক একটি ব্ল্যাকহোলের আশেপাশে ভ্রমণ করে। যখন তিনি পৃথিবীতে ফিরে আসেন তখন নিজের মেয়েকে নিজের থেকে বয়সে বড় হিসাবে দেখতে পান। তার মেয়ে তখন একজন বয়স্ক মহিলা, আর তিনি তখনও মধ্যবয়সী। প্রকৃতপক্ষে এটি হলিউডের ফ্যান্টাসি নয। উদ্ভট কল্পনা মনে হলেও বিশ্বব্রহ্মান্ড সত্যই এভাবে কাজ করে।

ঘুড়ির স্মৃতি

।।কামাল আহমেদ।।


ছোট কাল কেটেছে মোদের অনেকটা সময় খেলে,
পড়া ছাড়া এখন ছেলে--মেয়েদের অমনটা না মেলে!
সন্ধ্যা হলে ঘরে ফেরা হারিকেনের আলোতে পড়া,
আপন ইচ্ছায় সে-কাজ কেবলি করতাম যে মোরা!