ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Thursday, February 11, 2021

ঘুড়ির স্মৃতি

।।কামাল আহমেদ।।


ছোট কাল কেটেছে মোদের অনেকটা সময় খেলে,
পড়া ছাড়া এখন ছেলে--মেয়েদের অমনটা না মেলে!
সন্ধ্যা হলে ঘরে ফেরা হারিকেনের আলোতে পড়া,
আপন ইচ্ছায় সে-কাজ কেবলি করতাম যে মোরা!

ঘর আর উন্মুক্ত প্রকৃতি এ দুইয়ে সবার যাতায়াত,
কাটে চলে ঐ করেই করেই সকল প্রাণীর দিন--রাত!
জ্যৈষ্ঠ মাসে পরিবেশে থাকতো প্রবল দক্ষিণা হাওয়া,
যার প্রভাবে পথে হত মোর কাত হয়ে পরে পরে যাওয়া!

দক্ষিণা হাওয়া যেনো আমায় দিতো ফেলে ফেলে,
জমিনে আমি সামনে চলতাম যেনো ওরে ঠেলে ঠেলে!
এ সবের মাঝে - নানান ঋতুতে-- খেলার নানান ধরন;
ইহাদের মধ্যে ছিল একটি আকাশে ঘুড়ি উড়ান।

জের ঘুড়ি, ডাব্বুশ ঘুড়ি; কত রকম, কত যে নাম!
এক একটি উড়াতে লাগে-- এক এক রকম পরিশ্রম;
সারা বৎসর নয়----কেবল শুধু প্রচন্ড বাতাস-দিনে,
খোলা আঙ্গিনায় উড়াতাম ঘুড়ি বানিয়ে কিংবা কিনে!

বেশীর ভাগ খেলা- দেহের, ঘুড়িতে লাগে দেহ--জ্ঞান;
প্রাকৃতিক হাওয়ার কবলে পরে ও নিজ-সচলতা পান!
দু' হাতের দু' তালুর উপর লাটাইয়ের দু' ধার ফেলে;
বাতাসে ঘুড়ি ছাড়লে ঘুড়ি যেত---ঘুরে ঘুরে দূরে চলে;

এরপর সে উর্ধ্বে উঠে উঠে শুধুই গগন পানে,
সমুখে আসতো লাটাইতে সুতা পেঁচানোর টানে টানে!
কী সকাল, কী দুপুর, কী প্রখর রৌদ্র, কী বিকাল!
ও-ব্যাপারে, ও-সময়ে--থাকতো-না কোন একটু খেয়াল!

নেশার কারণে আপনা ভুলে খেলাতে সারাক্ষণ,
নানান কিছুতে অমনই থাকে সব ছোট সময়ের জীবন!
সুতা মাজতে-- ভাতের মার, লেই; সঙ্গে কাঁচের গুঁড়া--
বেশ শক্ত, টান টান,ধারালো হতো তাতে যেনো ও পুরা।

সুতা-তো নয় যেনো উহা- কৌশলী দা, কাচি, করাত,
অন্য ঘুড়ির সাথে লেগে করতো সে ওরে নিপাত!
ঘুড়ির গলায় আমার বাঁধা সুতা টানলে একটু আমি,
শূন্য মন্ডলে দিতো সে গোঁত্তা ঘুরে ঘুরে থামি থামি!

আমার লাটাইয়ের সুতার সাথে আটকানো জীবন তার
এমনি ধারায় ঘুড়ি উড়ানো ছিল তখন যে আমার।
এক ঘুড়ি দিয়ে আরেক ঘুড়ি কাটা---চলতো ভূমি হতে,
আকাশে হলেও উচ্ছ্বাস তার বইতো মর্ত-লোক-চিত্তে!

কাটা ঘুড়ি পরতো গিয়ে বহু-দূর কোন এলাকায়--
তখন বিফল মনে ঘুড়ির উড়ক লাটাইয়ে সুতা পেঁচায়!
লম্বা আকৃতি প্রায় সাপের মতো দেখতে ঘুড়ির লেজ,
বাতাস হাতের কারুকাজে আকাশে লাগে ওরে সতেজ!

হাত ঘুরিয়ে আকাশে তারে-- এদিক, ওদিক নাচানো;
কখনও পরে পরে যাওয়া হতে-- হতো উপর জাগানো;
সুতা ধরে খেতের উপর দিয়ে জোরে সামন পানে দৌঁড়,
ছিল কিযে ভাললাগা, ছিল আপনি কিযে ওতে বিভোর!

কামাল আহমেদ
২৫.৪.২০১৮