দীপা হক, ১/৭/১৯৫৩, ৪/০১/১৯৯৯ |
শিল্পী, দীপা হক |
দীপা’পার সময়ে এই চিকিৎসাপদ্ধতি ছিল অনেক কষ্টের। এই কষ্টের মধ্যেও দীপা’পা বিভিন্ন রকমের বই খুঁজে খুঁজে পড়ত। ক্যানসারের কত ধরনের উন্নত চিকিৎসার গবেষণা চলছে, এই সব বই পড়ে পড়ে ওঁ আমাদের শোনাত। আমার খুব মনে পড়ে—দীপা’পা আমাদের দুজনকে ওঁর দুই পাশে বিছানায় আমাদের দুই হাত চেপে ধরে বসে থাকত। তখন একটা কথা আমাদের দীপা’পা বলেছিল, ‘তোরা একদিন দেখবি, এই চিকিৎসা এত উন্নত হবে, শুধু ট্যাবলেট খেলেই কেমোথেরাপির কাজ হয়ে যাবে।’
খুব বেশি ভাগ্য থাকলে দিপার মতো বন্ধু মিলে। আমার সাথে দেখা ১৯৭২ জুন/জুলাই আর্টকলেজে ভর্তি পরীক্ষার দিন। সেই থেকে ১৯৯৯ পর্যন্ত অটুট ছিলো। ক্লাসে, মোহাম্মদপুরের বাসায়, ঢাকা-চট্টগ্রাম ট্রেনে, ফরেস্টহিলের বাসায়, জুবিলি রোডের উত্তমদের বাসায় , মোমেন বাগের বাসায় , ডিওএইচএসের বাসায়, উত্তরায় আমাদের বা ওদের বাসায় আমার বহু স্মৃতি। যোজন গ্যালারির সময় গুলি সবই স্মৃতি এখন।
পাশে থাকতাম না শুধু ড্রইং ক্লাশে, সাহস হতোনা। দুর্দান্ত ড্রইং করতো। ঢাকা পেইন্টংসের প্রদর্শনীর আগে ছবি আঁকা, ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া নিয়ে তরুণ, নজরুল , সুকুমারের সাথে দিপার ফরেস্টহিলের বাসা থেকে প্রায় প্রতিদন ট্রাংককলে কথা বলা, কত কি স্মৃতি।
আমাদের সময়ে জন্ম নেয়া বাংলাদেশের একজন উল্লেখযোগ্য শিল্পী দিপা হক। মাঝে অজানা কারনে দিপা চুপচাপ ছিলো আঁকায় কয়েক বছর। আবারও ফিরে এসেছিলো তীব্র উজ্জ্বলতায়। মাত্র ৪৬ বছর আয়ু নিয়ে এসেছিল।
কাজী রকিব
৫/০১!২১
দীপা হক |
দীপা হকের জন্ম ঢাকাতে, ৭ই জানুয়ারি ১৯৫৩ সালে।১৯৭৮ সালে ঢাকা আর্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ।বারোদার এম, এস, বিশ্ববিদ্যালয় থেকে পেইন্টিংএ স্নাতকোত্তর।১৯৮৭র গ্রীষ্মকালে আবাসিক শিল্পী হিসেবে যোগ দেন নিউ ইয়র্কের সারাটোগা স্প্রিং এর স্কিডমোর কলেজে।তাকে বলা যেতে পারে ক্ষুধার্ত, সতৃষ্ণ একজন শিল্পী।
ক্যানসার নির্ণয় এবং প্রচণ্ড যাতনাদায়ক কেমোথেরাপির পর বেশ কয়েকটি আত্মপ্রতিকৃতি আঁকেন।শিল্পের তত্ব ও সমালোচনার প্রতি আগ্রহী ছিলেন, তা নিয়ে স্থানীয় পত্রিকায় লিখতেন, দা লন্ডন ম্যাগাজিনেও তার লেখা ছাপানো হয়েছে।আর্ট নামে বাংলাদেশে সেসময় একমাত্র চতুর্মাসিক ফাইন আর্টস ম্যাগাজিন শুরু করেছিলেন।তার সময়ের সবগুলো এশিয়ান বিএনাল প্রদর্শনীতে অংশ নেন।শেষ একক প্রদর্শনী হয় ১৯৯৮সালে, ঢাকা শিল্পকলা একাডেমি গ্যালারিতে, মৃত্যুর এক বছর আগে, এখানে তার নির্বাচিত কাজগুলো প্রদর্শিত হয়।শিল্পকলা একাডেমি এ-উপলক্ষে দীপা হক নামে একটি বই প্রকাশ করেছিল।তরঙ্গ।