।।স্বরুপ সোহরাওয়ার্দী।।
আলেকজান্ডারকে এশিয়ার কোথাও বলা হয় সিকান্দার, কোথাও ইস্কান্দার।মিশরে তৈরি হয়েছে আলেকজান্দ্রিয়া, ভারতের তেলেঙ্গানায় আছে সিকান্দ্রাবাদ, যার নামকরণ হায়দ্রাবাদের নিজাম সিকান্দার ঝাঁর নামে।তেলেঙ্গানার লোকজন এখন অনেকেই জানে না কে আলেকজান্ডার, কে সিকান্দার ঝাঁ।যিশুকে পশ্চিমে জেসাস, মধ্যপ্রাচ্যে ঈসা, অর্থোডক্সেরা ডাকে যশুয়া।হিব্রু সলোমন হয়ে গেছে সুলেমান, সোলেমান, সোলাইমান।বাইবেলের পটিফারের স্ত্রী কখনো জোলেইখা, কখনো জুলেখা!