ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Tuesday, October 10, 2023

একটি পাত্রের আত্মকাহিনী

।।ফারেহা জেবা।।

।।দর্শক এবং স্থাপনা মিলেমিশে একাকার।।

প্রকৃতিও পরিবেশকে অগ্রাহ্য করা অসম্ভব। বিপুল বিস্ময়ের এই প্রকৃতি প্রতিদিন আমাদের মুগ্ধ করে, আচ্ছন্ন করে। আমিও এর ব্যতিক্রম নই। এর পাশাপাশি সমাজে, আশেপাশে, যা কিছু ঘটে, খবর-নেট-টেলিভিশন এ বিশ্বের যা কিছু দেখি আর শুনি- সবকিছুই কোন না কোন ভাবে আমায় প্রভাবিত করে। তবে বিশেষভাবে আমাকে নাড়া দেয়, নারীর সামাজিক অবস্থান বা তার অন্তর্দহন, সাম্প্রতিক ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনা, কখনো বা আমার বাগান থেকে পাওয়া ফুল, বীজ ইত্যাদি।

আমার দেহ, আমার কথা ২

।।তরঙ্গ  ভার্চুয়াল একক চিত্র প্রদর্শনী।।

।।প্রসেনজিৎ কুমার সাহা।।

।।অন্ধ জীবন সিরিজ।।

'আমার দেহ, আমার কথা'  শিরোনামে তরঙ্গ শুরু করেছিল তরুণ শিল্পীদের অবয়বধর্মি অনুশীলনের কিউরেটিং। যার অংশ হিসেবে এলো আত্মজৈবনিক, স্বিকারোক্তিমূলক ঘরানার উন্মোচন।  আঁকাআঁকির এ-ঘরানা ভারতে বিকশিত হয়েছে গুলাম শেখ, ভূপেন খাখার, নলিনী মালানীর হাতে। বাংলাদেশে এ-ঘরানাতে রাজনৈতিক স্যাটায়ার যোগ করেছে শিশির ভট্টাচার্য। বাংলাদেশের সাহিত্যে আত্মজৈবনিক, স্বীকারোক্তিমূলক ঘরানার বহুমাত্রিক বিকাশ ঘটে আশির কবিদের হাতে। বাংলাদেশে যখন বিমূর্ত চিত্রের রমরমা চলছে, তখন তরুণ শিল্পীদের চর্চায় মূর্ত, আত্মজৈবনিক ঘরানার সম্প্রসারণ খোঁজ করতে গিয়ে 'তরঙ্গ' চিহ্নিত করে প্রসেনজিৎ কুমার সাহার কাজ। প্রসেনজিৎ-এর নিজের ভাষ্যে, তার কাজ উপস্থাপিত হলো এখানে। সম্পাদক, তরঙ্গ।