।।রাজ্জাক দেওয়ান।।
কুলবিল মুমিন আরশে আল্লাহ' এইতো আল্লাহর ঠিকানা,
মসজিদ ঘরে আল্লাহ থাকে না,
ওরে, মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
আলেম গেছে জালেম হইয়া, কোরান পড়ে চন্ডালে,
সত্য-সাধুর ভাত জোটে না, সোনার হার বেশ্যার গলে।
যদি চিনিতে কোরান, হইতো মানুষের কল্যাণ,
মুখে মুখে সব মোসলমান, কাজের বেলায় ঠনঠনা।
মসজিদ ঘরে . .
যদি মক্কা গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায়,
ওরে, দেশে ফিরা কেউ আইতোনা হজ্ব করিতে যারা যায়।
কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমনে,
ধনী যায় ধনের টানে আনিতে সোনাদানা।
মসজিদ ঘরে আল্লাহ থাকে না
ওরে, মাওলানা . .
হজ্ব করিতে মক্কা গিয়া খরচ করলি যে টাকা,
ওরে, এই টাকা গরীবরে দিলে গরীব আর থাকে কেঠা?
তোর ঘরের ধন খায় পরে-পরে,
দেশের লোক না খাইয়া মরে,
সত্যকথা বললে পরে দেশে থাকতে পারে না।
দ্বীনহীন রাজ্জাক বলে, মানুষে মানুষ রতন
ওরে, এই মানুষকে ভালোবাসো বেঁচে আছো যতোক্ষণ।
মানুষ চিনতে করিস ভুল তবে হারাবি দুই কূল,
ওরে, মূল কাটিয়া জল ঢালিলে ঐ গাছে ফুল ফুটে না।
মসজিদ ঘরে আল্লাহ থাকে না।।
গীতিকার,
শিল্পী: রাজ্জাক দেওয়ান