ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Saturday, June 5, 2021

কবিতাগুচ্ছ ও অপেরা পাঠ

।।পারভিন পারু।।


ঝি ঝি
ঝি ঝি পোকার ঝি ঝি ডাক শুনে ঘুমাও হে ক্লান্ত আত্ত্বা
অমাবস্যার ঝি ঝি কি অফুরান শান্তিদূত তোমার ক্লান্তিকর পেরেশিনির চিলেকোঠায়
কপালের ভাজে ভাজে
যে আঁধারচিত্র একেছে রাতের নিস্তব্ধ সুর,
জোনাকির আলোতে একটু একটু করে ভরিয়ে তোল তাকে
দরজায় বাজে যে একঘেয়েমির ঘণ্টি অনবরত
কাঁঠালচাঁপায় সে হয়ে উঠুক সেতারবাদন
এসো হে বৃষ্টি ঝুমরা নাচের তালে তালে
মাতাল স্যাঁতসেঁতে ঠান্ডায় শীতল হোক সব।
উনুনে কাঠকয়লায় আগুন জ্বেলে
হলুদ আলোয় গল্প চলুক রাতভর আধেক চাঁদ আর শুনশান ঝিঝি ডাকের আনন্দ উল্লাসে

৭/১০/১৬
ফরিদপুর


ঘোর
মাঝে মাঝে কি যে হয়
ভুলে যাই সব
ভুলে যাই দিন ভুলে যাই রাত
ঘুমের ঘোরেই যেন টুক করে জ্বলে ওঠে পুরনো মলাটে বাঁধাই করা স্মৃতি
কি সুন্দর তার ধুলো মাখা গন্ধরস।

শ্যাওলা জমা রঙের মত দেখতে
একটা স্বপ্ন এসে হ্যাচকা টানে বলে যায় কিছু
ঘুম কাতুরে আমি ধরতে পারিনা তাকে
মাথার মধ্যে ব্যাথা হয় খানিক
আমি আবার যেন কোথাও হারিয়ে যাই
আবার ও ভুলে যাই সব।
শুধু পরে থাকে একটা বৃত্ত
আর আমার সেই ঘুম কাতুরে প্রচণ্ড ঘোরখানা

১০/১০/১৬
ঢাকা

বৃষ্টিস্নাত ভেজা ভোরের সুগন্ধি ক্ষন
বাতাস এলো মৃদু সুরে কাঁপলো আমের বন।
ভেজা আলো,ভেজা বাতাস
ভেজা জানালার ধুলো
ভেজা আমার ভেজা মনে
সুরগুলো এলোমেলো।

নরম করা সুর্যের আজ একটু ভেজা হাসি
ভেজা সকালের এই সুর্যটা অনেক ভালবাসি।

বৃষ্টি এলো ত্রিতাল ছন্দে বাজলো কোথাও সুর
সেতার যেন আপনা থেকেই নিচ্ছে বহুদুর।
সারেজ্ঞিটা ভৈরবে তে
বিস্তার তার ভাবে
আলাপ ছিল মোহে ভরা
বান্দিস আজ ভাজে।

ভেজা বাতাস, বাতাস ওগো ভেজাও আমার মন
আমের মুকুল গন্ধরসে ভেজানো তার বন।

১৯/০৩/১৬
মণিপুর, ভারত

মন
মন কি লাগে জোড়া!!
ভাঙ্গে যদি ভিষন ঝড়ে
প্রবল হাওয়ার তুফানে তার ছিন্নভিন্ন করে!!
মন কি আর গোত্তা খাওয়া ঘুড়ি
যেমন ইচ্ছা ঝালাই করেই
আকাশ উড়াউড়ি!!

চাঁদ টা কি গো বোঝে
হাতের মুঠোয় নিচ্ছ চাঁদেরকণা
সেকি ইচ্ছেমত যখন যেমন তোমার খেলাই খোজে?
মন টা বনের ঝাও
সারাবেলা হেলায় ছুড়ে যেমন ইচ্ছে তেমন করেই
তোমার মতই এলোমেলো ইচ্ছামতোইই পাও!!

৪/০৪/২০১৭
ঢাকা
ওকি, চোখ খালি কেনো
কাজল পরোনি!
চুল গুলো?
উম থাক আজ আর বেধে কাজ নেই।
এলো চুলে বাতাস করুক অবাধ বিচরন।
বাতাসের সাথে দোস্তি করে লুকিয়ে পড়ব আজ।
সিথির ভাজে ভাজে একটু এক্টু করে ছুয়ে দেব তোমার চুলের গোড়া,
ভয় পেওনা ভয় পেওনা,,
সমস্ত সময় তোমার মশতিস্কে ঠাই পেতে আজ মিলে যাব বাতাসের সাথে
রন্ধ্রে রন্ধ্রে এলো মেলো করে ছুটো ছুটিতে পাগল বানাবো আজ।
কাল কেন তবে দেখা দিলে না।
কইলেনা কথা ধমক এর সুরে!!
ফাকা ছিল যেন কোথাও!
চিন চিন করে বুকের ভেতর কে যেন হানছিল কিছু এক্টা।
ফাকা ছিল সত্যি বড় ফাকা ছিল কিছু।
কাজলের ছোয়ায় ছোয়ায় ছুয়ে দেব বেশ করে তোমার চোখের মনি
পলকে পলকে পরবে যখন চোখের পাতা
রিদকম্পন টের পাবেকি।
উহু উহু কোন কথা নয়।
আজ শুধু বাচালের মতো একা আমিই করব বকবক
একদম চুপ কইবেনা কথা।
চেয়ে থাক কেবল আমার চোখের মনিতে!
দেখ!
দুটি রক্ত জবা কেবল রক্তিম হয়ে ফুটে আছে!
জবাতে কি করেছে ভর?
হা হা হা!
ভয় পেওনা ভয় পেওনা।
পুজোর অপেক্ষায় ধ্যান করছে ওরা।
হাত দুটো কেন এখনো তোমার কাছে!!
দাও বলছি! উহু আমার এক্ষুনি চাই!

২২/০৫/২০১৫
ঢাকা

।।পারভিন পারু।।

Cover Photography By Nayemuzzaman Prince
Water Colour By Rashid Amin
Graphics by Syed Golam Dastagir
Part of Bengali opera 'Julekhar Jera Porbo' poster.

*Star marked audio written by Choyon Khairul Habib
*Music arrangement by Shishir Rahman