ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Friday, April 16, 2021

যৌন টুকরা, মৃত্যু এবং সবজিমুখর কবিতাগুচ্ছ

।।অমিতাভ পাল।।


লাশবাহী গাড়ি
এসি গাড়ির ঠাণ্ডা হাওয়ায় স্নিগ্ধ হতে হতে
অফিসের দিকে যাচ্ছে ফ্যাকাশে চেহারার কর্মকর্তার দল
তাদের চোখ মোবাইলে
মনে লাভক্ষতির হিসাব
গাড়ির বাইরের পৃথিবীর সাথে তাদের কোন
সম্পর্কই আর নাই
এসি গাড়ির ঠাণ্ডা হাওয়ায় স্নিগ্ধ হতে হতে
অফিসের দিকে যাচ্ছে ফ্যাকাশে চেহারার কর্মকর্তার দল
লাশবাহী গাড়িতে একেকটা লাশের মতো

১৩/৪/২০২১

লেমিং
একলা কোথায় থাকবো বলতো
তারচেয়ে সবাই যেদিকে ছুটছে- সেদিকেই ছুটি
মৃত্যুর চেয়ে দূরেতো আর যেতে পারবো না
আমরাও লেমিংয়ের মতোই-
চূড়া থেকে খাদ
মৃত্যু বাঁশি বাজাচ্ছে

৯/৪/২০২১

নগরপ্রকৃতি
নগরপ্রকৃতির ফ্যাশন বদলে গেছে
এখন একটা গাছ পাখি কিংবা নদীকে
গাড়ির সারি হাইরাইজ স্মার্টফোন বিষণ্নতা
আর ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে
পুরানো মডেলের মতো লাগে
ওরা না পারে সময়ের সাথে নিজেদের বদলাতে
না পারে মানানসই হতে
অবশ্য এখনো ধার্মিকদের মতো কেউ কেউ
ওদের উপাসনা বজায় রেখেছে
টবে খাঁচায় কিংবা বাড়ির ছাদে-
তারা এখন তীর্থভ্রমণে রিসর্টগুলিতে যায়
নগরপ্রকৃতির ফ্যাশন বদলে গেছে
সবাই ছুটছে বুটিকে বুটিকে

৮/০৪/২০২১

আন্তর্জাতিক স্পেস স্টেশনের লগবুক থেকে
রাস্তার এপাশে আমাদের পাড়ায় যখন ছিল লোডশেডিং
রাস্তার ওপাশে- যেখানে তখনো বিদ্যুৎ প্রবহমান-
সেখানে চারপাশের মহাশূন্যের ঘোর অন্ধকারের মধ্যে
সৌরজগতের মতো ঝলমল করছিল একটা চায়ের দোকান
তার ঝাঁপের আকাশে লাগানো বাল্বটা জ্বলছিল সূর্যের মতো
আর নীচে দোকানের বেঞ্চ, টঙের গদি পৃথিবীর মতো পুড়ছিল তার রোদে
একপাশে ইন্দোনেশিয়ার জীবন্ত আগ্নেয়গিরির মতো
ফোঁসফোঁস করছিল চুলায় বসানো চায়ের কেটলিটা
বেঞ্চগুলির মহাদেশে বসতি গেড়েছিল খদ্দেরের দল
চা বানানোর ট্রে থেকে নায়াগ্রার মতো ঝরছিল জলপ্রপাত
সিগারেট খেতে থাকা কারো কারো মুখ থেকে বেরিয়ে আসছিল
রেড ইন্ডিয়ানদের তাঁবুতে রান্নার সময়কার গলগলে ধোঁয়া
আর দোকানজুড়ে জমে ওঠা গল্পে তৈরি হচ্ছিল পুরান, মিথ ও ধর্মের কাহিনীগুলি
রাস্তার এপাশে আমাদের পাড়ায় যখন ছিল লোডশেডিং
তখন আমাদের বাসার তিনতলার মহাকাশযানের জানালা দিয়ে
একটা চায়ের দোকানের মধ্যে আমি আমাদের পুরা পৃথিবীটাকে দেখেছিলাম

৫/০৪/২০২১

পারসিভারেন্স
পারসিভারেন্সের তোলা ছবিতে দেখলাম-
নির্লোম বালিকার মতো শুয়ে আছে মঙ্গলগ্রহ
উদ্ভিন্ন স্তনের মতো তার পাহাড়
আর পারসিভারেন্সের চাকার দাগ
তাকে নষ্ট করে দিচ্ছে
পড়শী চাচার নখের আঁচড়ের মতো
পারসিভারেন্সের তোলা ছবিতে দেখলাম-
মঙ্গলগ্রহ নগ্ন হচ্ছে

১২/০৩/২০২১

স্বপ্নপরিধি
শহরের রোড ডিভাইডারে গাছ লাগানো হচ্ছে
একটা গর্তে তাদের পুঁতে
জল ঢেলে দিচ্ছে মালিরা
তারপর তাদের ছেড়ে দিচ্ছে নিজের পায়ে দাঁড়াতে
আমিও এই গাছগুলির মতো একদা
মফস্বলের নার্সারি থেকে শহরে এসেছিলাম
এক আত্মীয়ের বাড়িতে উঠে পেয়েছিলাম
প্রথম গর্ত এবং জল
তারপর বেরিয়ে এসেছিলাম নিজের পায়ে দাঁড়াতে
ভাড়া বাসা প্রেম সংসার
রঙিন পুঁতির মালার মতো স্বপ্ন
শিশু
ব্যস্ততা-
এইসব জনসমাগমে থাকতে থাকতে
কবে যেন বুড়িয়ে গেছি
কোন এক ফুটপাথে কোনমতে দাঁড়িয়ে থাকা মৃত গাছটার মতো
এখন আবার সেই মফস্বলে ফিরে
তার মাটিতে একটু শুতে পারলে হয়
কিন্তু গাছ কাটার কন্ট্রাক্টর কি সাধারণ একটা গাছের ইচ্ছাকে
এতটা মূল্য দেবে
বরং শূন্য রোড ডিভাইডারে আমার শূন্যস্থান পূরণ করার জন্য
আরো একটা গাছ মাথা তুলে দাঁড়াতে আসবে
আর আমি-
কোন এক স মিলের কবরখানায় হয়তো পড়ে থাকবো
নামগন্ধহীন কোন লাশের মতো

৩০/০৩/২০২১

সবজিমুখর
আমার গ্রীষ্মকালীন জামাকাপড়গুলি
এখন আমার ওয়ার্ডরোবের তাক দখল করেছে
গ্রীষ্মকালীন শাকসবজির মতো
এতদিন ফুলকপি বাঁধাকপির মতো আমার সোয়েটার
আর ভারি পোশাক আশাকের দখলে ছিল
সবজির বাজার
এখন মৌসুম শেষে তারা বিশ্রামে গেছে
আর মাঠে নেমেছে ওরা
আমার পোশাক আশাক সবজিমুখর

২৯/০৩/২০২১

সাদা শার্ট
আমাদের শহর সাদা শার্ট পছন্দ করে না
রাস্তায় দেখলেই সে ঝাঁপিয়ে পড়ে
ময়লা ঘাম ধুলাসহ যাবতীয় সঙ্গীসাথীদের নিয়ে
তারপর ধর্মদ্রোহীর মতো তাকে হত্যা করে গণপিটুনীতে
আর সাদা শার্ট লন্ড্রির মর্গে চলে যায়
আমাদের শহর হিংসুটে দৈত্যের
দেয়ালঘেরা রঙিন ফুলের বাগান

২০/০২/২১

পাড়ানির কড়ি
গান শিখেছিলাম
কিন্তু যখন বুঝলাম গান জিনিসটা কি
তখন বয়স হয়ে গেছে
ব্রেনস্ট্রোকে ক্ষমতা হারিয়েছে ভোকাল কর্ড
ফলে এক বেসুরো আর্তচিৎকার ছাড়া
আমার গলা দিয়ে আর কিছুই বেরোয় না
সাহিত্য পড়ে পড়ে একসময় যখন আমারও মনে হলো
নিজের কথাগুলি এবার হয়তো বলতে পারবো
তখন দেখলাম অজস্র তরুণ কবি যৌবনদীপ্ত স্ট্যামপিডে
আমাকে থেতলে দিয়ে এগিয়ে গেছে দিকবিদিক
আর আমার আকাঙ্খা হারিয়ে গেছে ঘাসের গোলকধাঁধায়
সবকিছুতেই আমার খালি দেরি হয়ে যায়
আর হাহুতাশ করতে করতে বারান্দায় বসে শুনি রবীন্দ্রনাথের গান-
কিছুইতো হলো না
এই একটা জায়গাতেই আমারও কিছু হয়েছে

১৭/০২/২০২১

যৌন টুকরা
যৌনতার সময় আমি এবং তুমি আর আমরা থাকি না
আমি হয়ে পড়ি পুরুষদের স্তুপ আর
তুমি হও পৃথিবীর সব নারী
ফলে আমরা উপভোগ করি একান্তই নারী আর পুরুষের স্বাদ
প্রজন্মের, মহাসময়ের
বিশেষ মূলত সাধারণ
সাধারণের আলাদা করা টুকরা

১৬/০২/২০২১

অমিতাভ পাল
ঢাকা, বাংলাদেশ

Cover art, Disappearance Act Of Sex And Death by Bruce Nauman, 1985.