ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Tuesday, October 25, 2022

বেয়াড়া কলম : শৈবাল মাহমুদ

।।গাজীপুরে আমার ছোটলোকি বাবুগিরি।।

।।অনন্ত জলীল, ডয়েচভেলে মুহিউদ্দিন, বিবিসি তিতুমীরদের বাংলা ভাষা।।

।।পয়েন্ট সিস্টেম অভিবাসন।।

গাজীপুরে আমার ছোটলোকি বাবুগিরির সূত্রপাত।

গাজীপুরে আমরা কয়েক বন্ধু মিলে ১০ বিঘা জমি কিনেছি। খুব হিশাব করে, স্থানীয় সের ওজনের বদমাইশদের সংসদীয় সোয়াসেরি এজেন্টের সাথে আর্থিক যোগাযোগ বজায় রেখে সব সম্পন্ন হয়েছে, একবারে যাকে বলে সুবহান আল্লাহ।রিয়েল এস্টেটে চালিয়াত যে বন্ধু সব কেরামতি সেরেছে, সে নথিপত্রে দেখিয়েছিল হাটা পথে হুমায়ুন আহমেদের নুহাস পল্লি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, আর সব সাদ্দামের বেহেস্ত মার্কা রাজসিক ইকো রিসোর্ট, বিক্রির সময় না কি এ ল্যান্ডমার্কগুলো দাম হু হু করে বাড়াতে সহায়তা করবে।


হুমায়ুন আহমেদ না কি বিপুল নুহাস পল্লিতে ফিল্ম স্টুডিও দিয়ে সিনেমা বানালেও জমিজমা নিয়ে খুব টনটনে ছিলেন, নিউ ইয়র্কে ক্যানসারে মৃত্যুর আগে বাচ্চাদের মত ছবি আঁকলেও, কবরে এক পা দিয়েও শেষ কয়েক দিন জমির আমিন, ব্যারিস্টার সব যোগাযোগ ঠিক রেখেছিলেন, যাতে নুহাস ও তার মা দুটি খেয়ে পরে বাচতে পারে। বঙ্গবন্ধু সাফারি পার্কের আয়ও ডিজনির তুলনায় কম না। বঙ্গবন্ধু লোগো ব্যাবহারের অনুমতি কিভাবে এরা পেলো? এটা কি বঙ্গবন্ধু যাদুঘরের সম্প্রসারিত অংশ, কিম্বা কোনো ভক্ত এরকম নাম দিয়েছে? সেবা প্রকাশনীর 'মাসুদ রানার' কপিরাইট নিয়ে কাজী আনোয়ার হোসেন আর শেখ আবদুল হাকিমের পরিবারের ভেতর হাড্ডাহাড্ডি লেগে গেছিল। নুহাসের বাবা সচেতন ছিলেন যে দুই বৌয়ের ছেলেমেয়েদের ভেতর যাতে এরকম না লাগে। হুমায়ুন চাইলো বলেই তো আর হয়ে যাবে না। 

সম্পত্তি হচ্ছে শয়তানের গন্ধম ফল। যার জমিজমা নাই, আক্ষরিক অর্থে সেই ভূমিহীনকে যখন ভূমি দেয়া হয় সেও তখন শয়তানের দাদা হুজুর বনে যায়। দেখুন না ভূমিহীন নিরীহ বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে জমি দেবার পর আদিবাসীদের সাথে কি সৌহার্দমূলক হাবিলি কাবিলি লাগিয়েছে। শিল্পী সুলতান চরদখলের লড়াইগুলো নিয়ে যেসব ছবি এঁকেছে, সেগুলো এক অর্থে জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ সিরিজের এন্টি থিসিস। দেখা যাক বিপুল জমিজমার উত্তরাধিকার মান্যবর নুহাস হাবিল কাবিলের কোন দিকে গিয়ে গন্ধম ফলাহারে নিজেকে ঋদ্ধ করেন। সেসব ভবিষ্যতের কথা এবং আমি গনৎকার নই।

বর্তমানে আমাদের কয়েক বন্ধুর জমিজমার কথা বলার আগে গাজীপুরে ভাওয়ালের আর বলধার জমিদারদের অবহেলিত সম্পত্তির কথা মনে করিয়ে দেই।দোর্দণ্ড প্রতাপ এই জমিদারদের উওরাধিকারিরা বা উত্তরাধিকারবেশিরা প্রয়াত মওদুদ আহমেদ জাতীয় নীতিবাগীশ বদমাইশ ব্যারিস্টারদের সহায়তায় হাজারো মামলা দিয়ে রেখেছে একে অন্যের নামে। ঢাকার ওয়ারীতে বলধা গার্ডেন সরকার নিয়ে বনসম্পদ মন্ত্রণালয়কে দিয়েছে, সে বাগান অল্পবিস্তর যত্নে এখনো দৃশ্যনিয় অবস্থায় আছে। কিন্তু গাজীপুরে বলধার সম্পত্তির দিকে তাকানো যায় না, যে যেরকম খুশি পুরানো ইট খুলে নিয়ে যাচ্ছে। বলধার জন্য প্রত্নতাত্ত্বিক কুম্ভীরাশ্রু বা নুহাসের ভবিষ্যতের জন্য জাতীয় বিবেক জাগানো আমার এ লেখার উদ্দেশ্য নয়। এ লেখার মূলে আমার নিজস্ব দুষ্টামি, নষ্টামি, শয়তানি, লাম্পট্য, ছোটলোকি তুলে ধরাই প্রণোদনা হিশেবে কাজ করছে। আমরা যে কয়েক বন্ধু এক সাথে এই জমি কিনেছি, তাদের সবাই ডলার, পাউন্ডের দেশে বিত্তবান, একঘেয়েমিতে ভোগা পেশাদার। আমরা পেশাটা ধরে রেখেছি, ধরে রাখতে হবে বলে, মূলত দেশি জেনারেল, পুলিশের এসপিদের মত টাকার গরমে প্রায় অবসরপ্রাপ্ত অবস্থা। 

এর ভেতর এই বন্ধুদের এবং আমারও নূতন মেয়েদের প্রতি রুচি নাই, নায়ক আফজাল হোসেনের মত স্ত্রীর গুণগান গাইবার মত অবস্থাও নাই, আমি অবিবাহিত আর অন্য তিন বন্ধু ডিভোর্সি, মিলের জায়গাতে একটাই যে আমরা একজনও প্রেম করি না, মেয়ে মানুষ কেনার সামর্থ্য থাকলেও, মেয়েদের বাবা, মায়েরা হত্যা দিয়ে পড়ে থাকলেও সেই বাজারে নাই। আমাদের কিছু হবি আছে সেগুলো নিয়ে আমরা মেতে থাকি। সেক্সের ব্যাপারটা দরকার মত যন্ত্রপাতি, ভিজুয়াল এফেক্ট দিয়ে সেরে নেই। এর ভেতর কম্পিউটার এপ্স কোম্পানির সিইও বন্ধু জানালো, একটা পাইলট স্কিমে গাজীপুরের বিভিন্ন জায়গায় গাছপালার ক্যামোফ্লাজে ওরা শত শত ক্যামেরা বসিয়েছে। এর মাধ্যমে বন্ধুর আতিথেয়তায় এবং পাসওয়ার্ডের বদৌলতে আমরা গাজীপুরের পাখিদের কিচিরমিচির, শেয়ালের হুক্কা হুয়া ইত্যাদিতো যা শোনার শুনি, সেখানকার লোকদের অন্তরঙ্গ যৌন দৃশ্য এবং পিকনিক করতে আসাদের গাছের আড়ালে এসে হিসু, কোলাকোলি, চুমোচুমি, লাগালাগি সব দেখতে পাই। এটা আমাদের চূড়ান্ত ক্ষমতায়ন এবং এটাও আমাদের একঘেয়ে লাগছে।

দশ বিঘা জমির তত্বাবধানে বা কেয়ার টেকার হিশেবে আমরা কয়েক ঘর মারদাঙ্গাবাজ গরিব আত্মীয়কে বসিয়েছি, একটা গরিবদের স্কুল ওখানে খুলেছি। এক এক্টিভিস্ট দম্পতি সে স্কুল চালায়। দম্পতির নারী অংশ আমাদের চার বন্ধুর সাথে বছরের পর বছর সাইবার প্রণয় করেছে, আর পুরুষ পক্ষ আমাদের এক বন্ধুর সাবেক স্ত্রীর সাথে সাইবার প্রণয় করেছে। যা বুঝছি আমাদের এই দশ বিঘা মালিকির কোনো বন্ধুই এবং কারো ছেলেমেয়েই আর বাংলাদেশে গিয়ে থাকবে না। আমার রিয়েল এস্টেট ধুরন্ধর বন্ধুর অবস্থা বেঙ্গল ফাউন্ডেশানের লিটু এবং তার গুনধরী সিইও লুভা নাহিদের অবস্থা, অর্থাৎ এই বন্ধু জানে না, তার এখন কোথায় কি সম্পত্তি। ঐ বন্ধু বলেছে, সে অপেক্ষা করছে কখন ঐ স্কুল চালানো এক্টভিস্ট দম্পতি আর কেয়ার টেকার গরিব আত্মীয় স্বজন মারপিট লাগাবে এবং হুইস্কি খেতে খেতে সে তা দেখবে। 

প্রখ্যাত অভিনেতা, বিজ্ঞাপন জগতের মুঘল, ইউনিলিভার্সের বিপুল অঙ্কের প্রমোশনের ভার পাওয়া আলী যাকেরও না কি ওনার বিপুল জমিজমার সবটুকু কোথায়, কিভাবে আর হদিশ করতে পারেন নাই, তার পরও স্ত্রী ও দুই সন্তানের জন্য যা রেখে গেছেন তা দিয়ে ৩/৪টা শাহজালাল এয়ারপোর্ট বানানো যাবে। আমরা এই চার বন্ধু এবং তাদের সাবেক স্ত্রী, ঔরসজাত ছেলেমেয়েরা কেউ আলী যাকেরের মত পরিশীলিত নই। ডাক্তারি, কম্পিউটারি, আরকিটেকচারি আমরা যাই করেছি হু হু করে শুধু টাকা এসেছে। তৌকির আহমেদ, বিপাশা হায়াতের মত শত সস্তার কামলা জুটিয়ে আমাদের শৈল্পিক রাজ প্রাসাদ বানাবারও শখ নাই। শখ নাইওয়ালা লোকের হাতে সম্পদ পড়লে তারা কি করে? তারা তাদের অপরাধ মনস্কতা 'জুলেখা সিরাপে' এসে প্রকাশ করে। ইয়া মাবুদ, আজ থেকে আর আমি কারো হিসু করার দৃশ্য দেখিতে চাহি না আমাদের গাজীপুর ধরাধামে!

কিন্তু দেখতে হবে। রিচ পিপলের রিসোর্ট, নুহাস পল্লি, সাফারির পর আছে সুপার রিচের থাইল্যান্ড, সিঙ্গাপুরের কন্ডো জীবন, তার ওপরে আছে সায়েম সোবহান আনভীরদের মেগা রিচ জীবন। মেগা রিচ শাহ আলমের শত কোটি টাকা পকেটে ভরেও লুতফুজ্জামান বাবরকে জেলে পচে মরতে হয়। আমার এপ্স যাদুকর বন্ধু গাজীপুরের পাতায় পাতায় ক্যামেরা বসিয়েছে, সায়েম সোবহেনারেরা থাকে ডালে ডালে। সেই ডালে, সব ভুলে সবার সাথে তসলিমা নাসরিনও চড়তে চায়।বলা যায় আমরা চার বন্ধু মিলে সামাজিক শয়তানির প্রাথমিক গন্ধম ফলটুকু অর্জন করেছি। বলধার মত বিসর্জনের পালা যবে আসবে, তবে দেখা যাবে।

শৈবাল মাহমুদ
১০/০২/২২
লন্ডন, যুক্তরাজ্য

অনন্ত জলীল, ডয়েচভেলের মুহিউদ্দীন, বিবিসি বাংলার তিতুমীরেরা বাংলা ভাষার ব্যাবহারে যত্নবান নন কেনো!

অনন্ত জলীল, ডয়েচভেলের খালেদ মুহিউদ্দীন, বিবিসি বাংলার ফয়সাল তিতুমীর তিনজনই পেশাগত জায়গাতে বাংলা মাধ্যমে কাজ করেন।তিনজনের ইংলিশ, বাংলা দুটাই খারাপ। অনন্ত স-ওয়ালা সব শব্দের আগে ই বসিয়ে, অত্যন্ত বাজে কণ্ঠস্বরে বাংলা বাক্যের ভেতর বলবেন ইস্টার্ট, ইসকিরিপ্ট, ইস্টোরি। ইন্ডাস্ট্রি শব্দে ই থাকাতে এটা অনন্তের জন্য সহজ, মাঝে মাঝে তার ভুল, বিশ্রী বাংলার মত ভুল, বিশ্রী ইংলিশ বলবেন।

ফয়সাল তিতুমীর তার ছোট একটি বাংলা বাক্যে কয়েকটি ইংলিশ শব্দ ব্যাবহার করে একটা ভাব দেখাতে চান যে উনি ইংলিশে ভালো বা ইংলিশ মিডিয়ামে পড়েছেন, এ কারণে বাংলাতে খারাপ। ফয়সাল তার বাক্যে অহরহ ঢাকাই বাংলিশ ক্রিকেট ধারাভাষ্যকারদের মত যেসব ফৃডম, বিজনেস ম্যান, আর্টিস্ট জাতীয় শব্দ ব্যাবহার করেন সেগুলোর চলতি বাংলা আছে। ওনার সব উচ্চারণে অদৃশ্য ড বলে দেয় যে ওনার ইংরেজি, বাংলা কোনটাই শ্রবনসুন্দর নয়। জার্মানরা নিজেদের বাদে অন্য বড় ভাষাগুলোর প্রতি মনযোগী হলেও, খালেদ মুহিউদ্দীনের বাজে বাংলা শুনে বোঝা যায় এই বাংলা বিভাগ ভুলে গেছে যে এক সময় এখানে কবীর সুমন, পিয়ারি বেগমেরা কাজ করেছে।

একটা ভাষার লোক যখন প্রচুর বিদেশি শব্দ ব্যাবহার করে, তাতে দোষ নেই, বরং তাতে ভাষার শব্দ সম্ভার বাড়ে। বড় ভাষাগুলো অন্য ভাষা থেকে নিয়ে শব্দ বাড়িয়েছে। কিন্তু নিজের ভাষার প্রচলিত শব্দগুলো এড়িয়ে গেলে তখন অব্যবহারে শব্দ সম্ভার কমে। বাংলাতে এমনিতেই শব্দ সম্ভার কম। আমরা যারা বাংলাতে কথা বলি, তারা প্রতিশব্দের ব্যাবহারে অত্যন্ত দুর্বল। শুদ্ধ উচ্চারণে বাংলা বলা এবং রবীন্দ্র বিশেষজ্ঞ ইংরেজ উইলিয়াম রাদিচি অনেক খানে বলেছেন, বাংলা ভাষা এত ঐশ্বর্যবান হবার পর বাংলা ব্যাবহারে বাঙ্গালির অনীহাতে উনি খুব অবাক হন। জীবনানন্দ গবেষক মার্কিন অধ্যাপক ক্লিনটন বুথ সিলিরও নিশ্চয় এরকম মনে হতো। আজকের অনন্ত জলীল, খালেদ মুহিউদ্দীন, ফয়সাল তিতুমীর আমাদের সামাজিক শিক্ষার ফসল, যেখানে বাঙালির কাছে পৌছাতে বাংলাকে একটা দায়সারা মাধ্যম বলে গণ্য করা হয়।

অনন্ত যে চলচ্চিত্র শিল্পে কাজ করেন, তাতে ওনার সমসাময়িক মোস্তফা সারোয়ার ফারুকী প্রথম থেকে বাংলা ভাষাকে আঞ্চলিক টানে বলাৎকার করে আসছেন এবং সে পথে বেশ কিছু কবি, গল্পকারকে সাথে পেয়েছেন।অনন্ত ও ফারুকী দুজনেই চলচ্চিত্র নিয়ে প্রচুর খাটা-খাটুনি করেন, তাদের চিত্রনাট্যে ভাষা যে সবচেয়ে কম প্রাধান্য পায় তা বোঝা যায়। অথচ এখনো বিশ্বের নামজাদা চলচ্চিত্র স্টুডিওগুলোতে ভাষার প্রতি আন্তরিক মনোযোগ দেয়া হয়, আর তা করা হয় সাহিত্যের প্রতি মনোযোগ দিয়ে, সেটা সাইফাই বা একশান যাই হোক। ফ্রাঙ্কো জেফ্রিল্লি, বাজ লুরমান, সঞ্জয় লীলা বানসালি যখন 'রোমিও জুলিয়েট' নিয়ে কাজ করছেন, তখন উপস্থাপনা ভঙ্গি বদলালেও ভাষার গুরুত্ব কমিয়ে দিচ্ছেন না। একই কথা বলা যাবে বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী 'স্টার ওয়ারের' মাহাকাব্যিক ভাষার ক্ষেত্রে।

ভাষাকে গৌণ করতে করতে ফারুকী এমন এক জায়গাতে পৌঁছেছেন যে ইরফান খানের মত অভিনেতার মুখেও ভালো, স্মরণযোগ্য সংলাপ তুলে দিতে পারেন নি। ফারুকী যে ভাষা বলাৎকার করেন প্রায় ইচ্ছা করে, অনন্ত তা করেন প্রায় অনিচ্ছায়। অথচ বাচনে, লেখনে, প্রক্ষেপণে ভাষা শৈলী অর্জন তেমন কঠিন নয়, তবে প্রশিক্ষিত চর্চার ব্যাপার আছে, যে প্রশিক্ষণের সময় এরা দিতে চান না, সে প্রশিক্ষণের কোনো গুরুত্ব এরা স্বীকার করবেন না। অনন্ত, ফারুকীর তুলনায় অনেক বেশি পরিচিত হলেও, তার উচ্চারণ ও সংলাপ নিয়ে যেসব বক্তব্য আসছে মফস্বলের চলচ্চিত্র সমঝদারদের থেকে, তাতে বোঝা যাচ্ছে ফারুকী এতো অনুদান, সহায়তার পর, সামাজিক মাধ্যমে এতো জনপ্রিয়তার পর, বিপণন সংস্থাগুলোর এত পৃষ্ঠপোষকতার পর কেনো দর্শক পান না। দর্শক বিনোদনও চাচ্ছে, ভাষাগত পরিশীলনের নবায়নও চাচ্ছে।

বিবিসি বাংলার সার্বিক ব্যবস্থাপক সাবির মুস্তাফা বাংলাতে সুন্দর করে বলেন ও লেখেন। নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ব্যবস্থাপক। বাংলা ব্যাবহারে, উচ্চারণে, বিবিসি বাংলাতে অনেকে সচেতন হলেও সামগ্রিক ভাবে বাংলার ভাষাগত দিকে যে এখানে অগ্রাধিকার কমেছে তা বোঝা যায়। সংখ্যাগত বাজারি সম্প্রসারণ করতে গিয়ে বিবিসি বাংলার ধরন হয়ে উঠেছে সস্তা শ্রম মূল্যের টিশার্টের মত, পরিধানের লোক পেলেই চলে এবং সেধরনের সাংবাদিকের যোগান যে বাংলাদেশে হু হু করে বাড়ছে তা ডয়েচভেলের বাংলা শাখার প্রধান খালেদ মুহিউদ্দীনের বাজে বাংলা উচ্চারণ শুনলে বোঝা যায়।

ডয়েচভেল বাংলার প্রধান হবার আগে খালেদ বাংলাদেশ সরকারের সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশ্ব ব্যাংকের পরামর্শক ছিলেন। মানে খালেদের পথ পরিক্রমণে বাংলাদেশে সরকারি কোনো পর্যায়ে বাংলা ভাষার ব্যাবহারকে গুরুত্ব দেয়া হয় নি। বিশ্বব্যাংক সেখানে বাংলা ভাষার পৃষ্ঠপোষক হয়ে যাবে তা ভাবা বাতুলতা। নিজের বিভাগে নিয়োগের ক্ষেত্রে খালেদও নিশ্চয় তার নিজস্ব সফলতার সিঁড়িকে প্রাধান্য দেবেন, যেখানে ওনার বাংলা চর্চা প্রায় অনন্ত জলীলের মত।

বিবিসি বাংলা বিভাগে এক সময় কাজ করেছে শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক, গোলাম মুর্শিদ, চয়ন খায়রুল হাবিব, বাংলা ভাষা যাদের যাপনের দৈনন্দিন ধ্যান ও জ্ঞান। শহীদ কাদরী অল্প কিছু দিন বিবিসি বাংলাতে কাজ করে আর যান নি, এক বন্ধু ওনাকে লন্ডনে দেখা করতে গিয়ে বিবিসিতে নিতে চাইলে বলেছিলেন, 'শালা, ভেজা কাঁথা ছুড়ে মার বিবিসির গায়ে।' এখানে দীর্ঘদিন কাজ করেছেন গন মাধ্যমের অধ্যাপক আলী রিয়াজ। সাবির মুস্তফারা আগে এখানে ব্যবস্থাপক ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর, বিতর্কিত ডক্টর সৈয়দ মাহমুদ আলী, যার সময়েও ভাষার প্রতি যথেষ্ট মনোযোগ দেয়া হয়েছে। কিন্তু সে সময় থেকে যে কাদির কল্লোল, কামাল রহমান তাদের বিশ্রী বাংলা উচ্চারণ, ঠেলায় পড়া প্রমিতে শ্রোতাদের গিলিয়ে আসছেন, তারই ফলশ্রুতি আজকের ফয়সাল তিতু্মীরেরা। শহীদ কাদরীর সেই ভেজা কাঁথাটি য্যানো আরো ভিজে যাচ্ছে ব্রেক্সিটের চিপায় পড়া বিলাতের সোঁদা আবহাওয়ায়।

এদিক থেকে ভয়েস অব এমেরিকার বাংলা বাচন রোকেয়া হায়দার, সরকার কবিরুদ্দিন থেকে আজকের আহসানুল হকে অপেক্ষাকৃতভাবে অনেক বেশি শ্রুতি-সুন্দর। একটি ভাষার শ্রুতি সৌন্দর্যের মূলে তার নান্দনিক অবকাঠামো। সে নান্দনিকতা বাংলা ভাষার বেলাতে দুই বাংলাতে মৌলবাদী, বর্ণবাদী ও বৈষম্যবাদী শিক্ষায় অনেক ভাবে হুমকির মুখে।

বাংলাদেশে এক দঙ্গল লোক প্রমিতকে ভদ্রলোকের তামাশা বলে আসছে অনেক দিন। এই একই দল আরবি মেশানো বাংলাকে প্রাধান্য দিতে দিতে সীমান্তবর্তী আসাম, পশ্চিম বঙ্গে ভাষা নিয়ে আমাদের আন্তরিকতাকে প্রশ্নের মুখে ফেলেছে। আসামে যে 'মিয়া ভাষার' আন্দোলন, তা যেরকম বাংলা প্রমিতের নবায়নকে ব্যাঙ্গ করে, সেরকম এক সময় ভূপেন হাজারিকাদের মত শিল্পীরা যে সমীহ নিয়ে বাংলাকে বরণ করেছে, তাকেও অবজ্ঞা করবার প্রয়াস পায়। ভাষা শুধু যোগাযোগের দায়সারা মাধ্যম নয়, শিল্পের আবহমান বাহন, এটাই বাংলাভাষী জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াকে মনে রাখতে হবে।

শৈবাল মাহমুদ
২৮/০৭/২২
লন্ডন, যুক্তরাজ্য

পয়েন্ট সিস্টেমে বাবু, বিবিদের পশ্চিমারা এতো পছন্দ করে কেনো!

তিন ধরনের বাঙালি অভিবাসীদের দেখা মিলবে পশ্চিমে। উপনিবেশিক সময়ে যাদের শ্রমিক হিশেবে আনা হয়েছিল তাদের বংশধরেরা হচ্ছে আদি অভিবাসী। তার পর আছে পয়েন্ট সিস্টেমে আসা দুই বাংলার পেশাজীবী গোষ্ঠী। তৃতীয় ধারায় আছে, আফগান স্টাইলে সাগর পাড়ি দিয়ে, পায়ে হেটে, খেয়ে না খেয়ে গ্রিস, ইটালি দিয়ে ঢুকে ইউরোপে রাজনৈতিক আশ্রয় প্রার্থী এমন সব লোক যাদেরকে দুই বাংলার সচেতন কোনো ভদ্র ঘরে জায়গা দেয়া হবে না। তিন ধারার ভেতর পয়েন্ট সিস্টেমের মাল ও মালকিনগুলো কিম্বা বাবু ও বিবিগুলো বিবিধ অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হবার ফলে নিজেদের একটু বিশিষ্ট মনে করে। এদেরকে পশ্চিমে জামাই আদর করা হয় কেনো?

পয়েন্ট সিস্টেমে আগতদের ইতিহাস বাধা আছে লর্ড ক্লাইভকে সহায়তা করা মুর্শিদাবাদি খানদানের সাথে যা মীরজাফরের বংশধর ইস্কান্দার মির্জার হাত ধরে পাকিস্তানে গণতন্ত্রের বারোটা বাজিয়েছিল সূতিকাগারে, আবার পাবলিককে বুঝিয়েছিল মুসলিমে মুসলিমে ভাই ভাই। পয়েন্ট সিস্টেমে আগতদের ইতিহাস বাধা আছে জেনারেল জিয়াউর রহমান ও তার ডিজিএফাই মিলে বাংলাদেশিদের করের টাকায় যেভাবে মুক্তিযুদ্ধের সব কটা অর্জনকে ধূলিসাৎ করেছিল। পয়েন্ট সিস্টেমের আগতদের কাজিনেরা জিয়ার জাতীয়তাবাদী দলে এসেছিল আওয়ামী লিগ, জাসদ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী এই পার্টি, সেই পার্টি থেকে।চিকন কথা বলে ডিজিএফআইর টাকে খেয়ে বদরুদ্দোজাসহ হাজার হাজার ডাক্টার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিক জিয়ার দলে নাম লিখিয়েছিল।ডিজিএফাই সরাসরি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোষাগার থেকে লুট করে সেগুলো তখন তাদের নির্ধারিত পয়েন্ট সিস্টেমে উত্তীর্ণদের মাঝে ভাগ বাটোয়ারা করে দিতো। সামরিক সরকারের পর, বেসামরিক সরকারি দলগুলোরও পয়েন্ট সিস্টেম আছে। অধুনার ঢাকাতে পয়েন্ট সিস্টেমে কারা জাঁদরেল অবস্থানে আছে, তা জানতে কনক রহমানের 'পুরান ধুরান ঢাকার শহর' স্যাটায়ার পড়তে পারেন।

দুই বাংলার এলিট সামরিক, বেসামরিক এলিট বিভিন্ন লেবাসে তাদের জনতাকে ঠকিয়েছে। পশ্চিম বাংলায় এক সময় ৩০ বছর ধরে কম্যুনিস্ট পার্টি ছিল, ভারতের কোনো রাজ্যে কোনো পার্টি সরকারের কোনো স্তরে এত ব্যাপক নিয়োগ বাণিজ্য করে নি, যা কম্যুনিস্ট পার্টি করেছিল। আবার দুই বাংলাতেই মৌলবাদী রাজনীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তার পর আছে রুপালি পর্দার চা বাগানের সাহেব, বিবি সমাজ যার প্রতাপ দেখা গেলো কিছুদিন আগের চা কুলিদের দৈনিক মজুরি বৃদ্ধি দাবিকে বুড়ো আঙ্গুল দেখানোর আয়োজনে, যাতে যোগ দিলো ট্রিবিউন, বিডিনিউজসহ বাবু, বিবিদের সব প্রিয় গণমাধ্যম। তার পর আছে বিশ্বের সর্ববৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পোশাক শ্রমিকদের বঞ্চনার কাহিনী।প্রত্যেক বাবু, বিবি পাড়ার সেবা দিতে তার পাশে এক বিশাল বস্তি।

সব ইতিহাস মিলিয়ে পশ্চিমারা বুঝেছে বাঙালি আর যাই করুক, আন্তরিকভাবে কখনো সামাজিক সাম্যের আন্দোলনে যোগ দেবে না। রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুল, বিয়েশাদি, ফেসবুক এসব নিয়ে তারা তাদের দলাদলি চালিয়েই যাবে। যদি প্রিতি পাতিলের মত সুযোগ পায় তাহলে জ্যাকসন হাইট , ব্রিক লেনের বাঙাল উপনিবেশ উত্তর পশ্চিমের, বিশেষ করে ইয়োরোপের কল্যাণকামী সমাজ কাঠামোর বারোটা বাজিয়ে, এখানে NGO, প্রাইভেট, কোচিং সেন্টার, গণস্বাস্থ্য, ব্র্যাক, ক্যাডেট কলেজ, মাদ্রাসা করে এক বিকট পরিস্থিতি তৈরি করবে।

বলা হতো, বাঙালি আজকে যা ভাবে, ভারত তা আগামীকাল ভাবে।ভারত আজকে যে মাজাভাঙ্গা, প্রবল বৈষম্য ও ঘৃণা নির্ভর রাজনীতিতে এসেছে তাতে বাঙ্গালির গতকালকের ভাবনার সারবানতা বা বিষাক্ততা বোঝা গেছে। বাংলাদেশে যারা গত পঞ্চাশ বছর ধরে একের পর এক জনগণের কন্ঠরোধী কালো আইন বানিয়ে আসছে, তাদের কাজিনেরাই পয়েন্ট সিস্টেমের অভিবাসী।

জাহানারা ইমাম কিছুকাল এমেরিকাতে কাটিয়ে এক জার্নালে লিখেছিলেন, বাঙালি সংস্কৃতিবান, তবে সেটা করতে তার অনেকগুলো শিবির করতে হয়।বোঝা যায় কেনো এত সহজে পূর্ব বাংলাকে পাক সার জামিন সাদ বাদ গেলানো গেছিলো। আজকেও দেখা যাবে এই পয়েন্ট সিস্টেমের এক বিশাল অংশ জঙ্গি মৌলবাদীদের নাশকতার প্রতি মনে মনে ভালোবাসা পুষে রেখেছে, কোনো হত্যা যজ্ঞ ঘটলে বলে উঠছে, আমরা সহিংসতা সমর্থন করি না, কিন্তু ঐ লোক কেনো ঐটা করতে গেলো, ব্লা ব্লা ব্লা।তারপর কেউ কোনো ইমামের পেছনে ব্লা ব্লা ব্লা। তার পর কেউ কখনো কোনো পুরুতের পেছনে ব্লা ব্লা ব্লা।

এই ব্লা ব্লা সবচেয়ে ভালো বুঝেছে পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়। গারোরা বড় সম্প্রদায়, উপনিবেশের সময় তাদের দল বেধে ধর্মান্তরিত করা হয়েছিল। বাসায় পরিচারিকা হিশেবে, পার্লারে হাজারে হাজারে গারো মেয়েকে পাওয়া যাবে, কিন্তু চাকমারা যেভাবে সবখানে তুলনামূলক এগিয়ে আছে, গারোদের সেরকম অবস্থান পাওয়া যাবে না।বিহারিদের অবস্থাও গারোদের মত। মারমা, তঞ্চঙ্গা, সাঁওতাল, কুকি, খাসিয়া, লুসাইদের অবস্থাও গারোদের মত। এরা সবাই বাঙালির ব্লা ব্লা ব্লা এখনো তেমন বুঝে উঠতে পারে নাই। এরা য্যানো সেই কানে শিশা ঢেলে দেয়া সেই আদি মুন্ডা সম্প্রদায়। চাকমারা যেরকম ব্লা ব্লা ব্লা বুঝে বিসিএস, জাতিসঙ্ঘ ইত্যাদিতে ঢুকে পড়েছে, সেরকম পশ্চিমারাও বাঙালির লোভানির মর্মার্থ বুঝে ফেলেছে। ব্রিটিশদের স্নেহভাজন গুর্খারাও দার্জিলিং এ বাঙালির ব্লা ব্লা বুঝতে পারে নাই।

আমরা ব্লা ব্লা করি যে উপনিবেশিকরা ডিভাইড এন্ড রুল করেছে, কিন্তু সেটার এজেন্ট কারা। পশ্চিমের যে লাখ লাখ টন চা আসে তা সবচেয়ে বড় চালানে প্রথমে কেনে বাংলাদেশে ট্রান্সকমের লতিফুর রহমানের পরিবার। সে পরিবারের হাতে প্রথম আলো, ডেইলি স্টার, মাহফুজ আনাম, তাহমিমা আনাম সব। তার পর ব্লা ব্লা বসুন্ধরার হাতে ইমদাদুল হক মিলন, বসুন্ধরার ছেলে ব্লা ব্লা করে একজনকে খুন করে ফেললো, মন্ত্রী একশ কোটি টাকা নিয়ে ফেললো।বসুন্ধরার ছেলে একজনকে যেভাবে একেবারে জান কবচ করে দিলো, চা মালিকেরা ঠিক সেভাবে খুনোখুনি করে না, তারা ততটুকু বাঁচিয়ে রাখে, যতটুকুতে টনে টনে একটি কুড়ি দুটি পাতা তোলা যায়।

তিনজন জীবিত নোবেল জয়ী অর্থনীতিবিদ বাঙালি, কিন্তু বাঙালির রাজনীতি, অর্থনীতিতে কল্যাণকামীতার কোনো ছায়া নাই, সব প্রাইভেট।এটা বাঙ্গালিকে কে বোঝাবে যে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এই তিন মৌলিক অধিকার রাষ্ট্রায়ত্ত খাতে নিশ্চিত করলে একটা সমাজের দুর্নীতি রাতারাতি কমে যায়। জ্ঞানপাপীকে বোঝানো যায় না। বাঙালি রাজনৈতিক নেতৃত্বের পরিবারের লোকজন থাকেন কল্যাণবাদী রাষ্ট্রে, কিন্তু তাদের আত্মীয়রা বাঙালি প্রাইভেট, পাবলিকের যোয়ালেই রেখে দেবে।

পশ্চিমাদের ব্যাপক অংশের ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম, অবশ্য বেশির ভাগই তা আনুষ্ঠানিকভাবে পালন করে না।যারা করে, তারা করে ঘৃণা ও বিভক্তি ছড়াতে। রতনে রতন চেনবার মত এই গ্রুপটি পয়েন্ট সিস্টেমের বাঙ্গালির ভেতর নিজের কলুষিত আত্মাকেই দেখতে পায় এবং আত্মশ্লাঘা বোধ করে। পশ্চিমা কথিত প্রাগ্রসরেরাও পয়েন্ট সিস্টেম-ওয়ালা, ওয়ালিদের ভালবাসে। সে ভালবাসাতেও কলুষ আছেষ ভালোবাসা নিষ্কলুষ হলে পয়েন্ট সিস্টেমই থাকতো না, সাগর পাড়ি দিয়ে হাজারো বাঙ্গালিকে ভবলীলা সাঙ্গ করতে হতো না।

শোনেন শোনেন ভাই বেরাদরগন, নিজে পয়েন্ট সিস্টেমে অভিবাসী হয়ে এক চোট নিলাম পয়েন্ট সিস্টেমের ওপর। কিন্তু আসলে লিখতে চেয়েছিলাম বাংলাদেশ ব্যাঙ্কের খোলামেলা ড্রেস এস ইউ লাইক লুটপাট নিয়ে। তার জন্য ব্যাঙ্কটির বিদদ্ধ পরিচালিকা কাকলি আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পয়েন্ট সিস্টেমে উনি আবার বিদেশে চলে গেলেন কি?

শৈবাল মাহমুদ
২০/১০/২২
লন্ডন, যুক্তরাজ্য

'জুলেখা সিরাপ মেটাভার্স' ফেসবুক গ্রুপ থেকে সংগৃহিত।তরঙ্গ।