।।অনুবাদ, খায়রুল আলম চৌধুরী।।
১৮৮৯ শালে মানসিক হাসপাতালে থাকার সময় ভিনসেন্ট ভ্যান গগ Starry Night ছবিটি এঁকেছিলেন। নীল রঙয়ের প্রাধান্য বিস্তার করা ছবিটিতে পাহাড় এসে মিশেছে আকাশের সাথে। বাদামি, ধূসর আর আর নীলে আঁকা বাড়িগুলো রয়েছে ছবিটির অধোভাগে। প্রতিটি বাড়ি স্পষ্ট কালো রূপরেখায় আঁকার পরও হলুদ আর শাদায় আঁকা তারা আর চাঁদ রাতের আকাশে তীব্রভাবে দীপ্যমান। তুলির প্রতিটি আঁচড়ে তীব্র গতির ছাপ স্পষ্ট। সাইপ্রাস গাছটিও যেন এই প্রবল গতির সাথে তুমুলভাবে আন্দোলিত। অন্যদিকে শহরটি যেন স্থির দাঁড়িয়ে আছে পাহাড়ের পাদদেশে, অনেকটা গুরুত্বহীন। ভ্যান গগের এ চিত্রকর্মটি তাঁর অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত। ছবিটি নিয়ে ১৯৬১ শালে কবিতা লিখেছেন আরেক বিখ্যাত কবি অ্যান স্যাক্সটন (Anne Sexton)। এখানে আমি কবিতাটি তরজমা করেছি।