।।চয়ন খায়রুল হাবিব।।
চয়ন খায়রুল হাবিব, কঙ্কন নাতাশা হাবিব ও জুই।২০১৯।ঢাকা। |
কঙ্কন আমার জমজ বোন
আমার নাম চয়ন
কঙ্কন, জুই আর দিদি থাকে ঢাকার উত্তরা
আমি থাকি ফ্রান্সের ব্রিটানি
আম্মা এবং আরো অনেকে আমাদের ডাকতো চয়াকঙ্কা
২০২০ পহেলা এপ্রিলে করোনা দেখাচ্ছে আমাদের লবডঙ্কা
আমরা দুইজন কক্ষনো একে অন্যকে কাচকলা দেখাই নাই
দুই মহাদেশে দুই মগজে আনমনে নিজের মতো ডঙ্কা বাজাই
আমরা দুইজনই নাম জেনে না জেনে
বিচিত্ররকম কলা খেয়ে বড় হয়েছি
পরে অবস্য নামধাম ভালোভাবে জেনে নিয়েছি
একেবারে বিচিছাড়া কলা: সবরি, অমৃতসাগর, অগ্নিশ্বর, দুধসর, দুধসাগর
অল্পসল্প বিচিওয়ালা কলা: চাম্পা, চিনিচাম্পা, কবরি, চন্দন কবরি, জাবকাঠালি
বিচিভরা কলা: এটেকলা যেমন-বতুর আইটা, গোমা, সাংগি আইটা ইত্যাদি
আনাজ কলা: ভেড়ার ভোগ, চোয়াল পৌষ, বর ভাগনে, বেহুলা, মন্দিরা, বিয়েরবাতি, জাহাজি, প্রভৃতি
পাহাড়ি বুনো ধরনের বাংলা কলা, বন কলা, মামা কলা
কঙ্কন চারুকলার স্নাতক, আমি কাব্যকলায় সাবালক
চড়ুইদের সাথে মনকলাও খেলেছি দুইজন
বেতের তৈরি সরপোসে সুতো বেধে
উঠানে সে ঢাকনিতলে ভাত ছিটিয়ে
বাংলো বারান্দার রেলিংয়ের আড়ালে বসে থেকেছি
ঠোটে হাত চেপে চড়ুইদের অপেক্ষায়
ভাত ঠোকরানো চড়ুইদের ওপর দিয়েছি সুতোর ঢিল
ধরা পড়া চড়ুইদের সাথে কিছুক্ষন মিল গর্মিল খেলে
নিজেরাও হারিয়েছি এপ্রিল থেকে এপ্রিল
চড়ুইদের সাথে ২০২০ এপ্রিলে আমরা একটু ভ্যাবাচ্যাকা
আম্মা এবং আরো অনেকে আমাদের ডাকতো চয়াকঙ্কা
চয়ন খায়রুল হাবিব
১/০৪/২০
ব্রিটানি, ফ্রান্স