ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Wednesday, November 18, 2020

বিদ্যুত দানব এবং আগুনের মাতাল

।।তৃণা রাব্বানি।।


আপা, দুলাভাই আপনারা দুজন সত্যিই বিদ্যুৎ খেতে খেতে মাতাল।

আপনারা আতশবাজি, আগুনের বিশেষজ্ঞ।

আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাদুকর।

আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে রূপকথা।
আমাদের অনলাইন বয়ফ্রেন্ড, অনলাইন বান্ধবী, আমাদের পরকিয়া, আমাদের গ্রুপ চ্যাট, আমাদের নেটফ্লিক্স, আমাদের ভিডিও গেমস, আমাদের প্রতারণামূলক বিকাশ, আমাদের ধর্মীয় ট্রোজান ঘোড়া, আমাদের এয়ার কন্ডিশনার .... এবং আমরা চিৎকার করছি যে আমাদের বিদ্যুতের বিল দিন দিন বাড়ছে।
আপা, দুলাভাই, লোকেরা কেন আপনাদের এয়ারকন্ডিশনারদের জন্য ভর্তুকি দিবে?
লোকেরা কেন আপনাদের ট্রোজান ঘোড়াগুলির জন্য ভর্তুকি দিবে?
শেষে আপনারা হাসপাতালে, পোশাক কারখানায় লোকদের জীবিত অফলাইনে পুড়িয়ে ফেলবেন।
বাচ্চাদের জ্বলন্ত দুঃস্বপ্নে আপনারা আগুনের সাথে খেলবেন এবং বিদ্যুত খেতে খেতে মাতাল হবেন।

Electricity Monster And Fire Drunkard :
Apa, dula-vai you two really can eat so much electricity. drunk.
you are the most expert on fire, on fireworks.
You will be the magician of Ruppur nuclear power plant.
We will make fairytale about Rampal Electricity plant.
Our online boyfriend, online girlfriend, our porokia, our group chats, our netflix, our video games, our deceptive bcash, our religeous Trojan horse, our air conditioners....and we are screaming that our electricity bill increasing by the day.
Apa, dula-vai, why people has to subsidise for your airconditioners?
Why the people has to subsidiaw for your trojan horses?
At the end you will burn the people alive offline in a hospital, in a garments factory.
in your childrens burning nightmare you will play with fire and you will be drunk with electricity.

তৃণা রাব্বানি
২৯/০৫/২০
হাওয়াই

ফটো, ল্যু মায়ার্স