।।ফারেহা জেবা।।
![]() |
।।দর্শক এবং স্থাপনা মিলেমিশে একাকার।। |
প্রকৃতিও পরিবেশকে অগ্রাহ্য করা অসম্ভব। বিপুল বিস্ময়ের এই প্রকৃতি প্রতিদিন আমাদের মুগ্ধ করে, আচ্ছন্ন করে। আমিও এর ব্যতিক্রম নই। এর পাশাপাশি সমাজে, আশেপাশে, যা কিছু ঘটে, খবর-নেট-টেলিভিশন এ বিশ্বের যা কিছু দেখি আর শুনি- সবকিছুই কোন না কোন ভাবে আমায় প্রভাবিত করে। তবে বিশেষভাবে আমাকে নাড়া দেয়, নারীর সামাজিক অবস্থান বা তার অন্তর্দহন, সাম্প্রতিক ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনা, কখনো বা আমার বাগান থেকে পাওয়া ফুল, বীজ ইত্যাদি।